কুম্ভমেলায় শাহরুখ-সলমন-সোনাক্ষীর ‘স্নান’, নেটপাড়ার ছবি ঘিরে শোরগোল

Jan 20, 2025 | 1:15 PM

Viral Picture: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কুম্ভমেলায় কোটি কোটি পুণ্যার্থী আসেন। তাই বলে শাহরুখ-সলমন-আল্লু, ছবি দেখে চোখ কপালে সকলের...

1 / 8
স্থানীয় প্রশাসন মনে করছে, এবার মহাকুম্ভ মেলায় ৪০ থেকে ৪৫ কোটি পর্যটক আসতে পারেন। যার ফলে নিরাপত্তার ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। তবে সেই  ভিড়ের মধ্যে এবার সেলিব্রিটি!

স্থানীয় প্রশাসন মনে করছে, এবার মহাকুম্ভ মেলায় ৪০ থেকে ৪৫ কোটি পর্যটক আসতে পারেন। যার ফলে নিরাপত্তার ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। তবে সেই ভিড়ের মধ্যে এবার সেলিব্রিটি!

2 / 8
তাও আবার যে-সে সেলিব্রিটি নন তাঁরা, শাহরুখ খান, সলমন খানেরা এবার স্নান করে নিলেন কুম্ভে? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অন্তত তেমনই ছবি চোখে পড়ছে।  গত ২৪ ঘণ্টায় নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এমনই বিস্তর ছবি।

তাও আবার যে-সে সেলিব্রিটি নন তাঁরা, শাহরুখ খান, সলমন খানেরা এবার স্নান করে নিলেন কুম্ভে? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অন্তত তেমনই ছবি চোখে পড়ছে। গত ২৪ ঘণ্টায় নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে এমনই বিস্তর ছবি।

3 / 8
কোথাও দেখা যাচ্ছে সলমন-শাহরুখ একসঙ্গে স্নান করছেন, কোথাও আল্লু অর্জুন-রাম চরণেরা স্নান করছেন। তবে সবটাই অনুরাগীদের কল্পনা। কারণ এই সব ছবিই তৈরি করা হয়েছে AI-এর সাহায্য।

কোথাও দেখা যাচ্ছে সলমন-শাহরুখ একসঙ্গে স্নান করছেন, কোথাও আল্লু অর্জুন-রাম চরণেরা স্নান করছেন। তবে সবটাই অনুরাগীদের কল্পনা। কারণ এই সব ছবিই তৈরি করা হয়েছে AI-এর সাহায্য।

4 / 8
ছবি খতিয়ে দেখলেই বোঝা যায় এ আসল ছবি নয়। সবটাই বানানো ছবি। এর সঙ্গে কুম্ভস্নানের কোনও সত্যতা নেই। যদিও প্রিয় নায়ক নায়িকাদের মনে মতো করে দেখতে কে না পছন্দ করেন।

ছবি খতিয়ে দেখলেই বোঝা যায় এ আসল ছবি নয়। সবটাই বানানো ছবি। এর সঙ্গে কুম্ভস্নানের কোনও সত্যতা নেই। যদিও প্রিয় নায়ক নায়িকাদের মনে মতো করে দেখতে কে না পছন্দ করেন।

5 / 8
তাই ছবিগুলো শেয়ারও হচ্ছে বিস্তর। তালিকায় রয়েছে শাহরুখ খান, সলমন খান, তামান্না ভাটিয়া, করিনা কাপুর খান, রাজপাল যাদব প্রমুখেরা।

তাই ছবিগুলো শেয়ারও হচ্ছে বিস্তর। তালিকায় রয়েছে শাহরুখ খান, সলমন খান, তামান্না ভাটিয়া, করিনা কাপুর খান, রাজপাল যাদব প্রমুখেরা।

6 / 8
ঠিক যেন সিনেমার ফ্রেম। এতটাই সুন্দর, এতটাই নিখুঁত এই ছবি, যা দেখে বোঝা দায়, একর কোনও সত্যতা নেই।

ঠিক যেন সিনেমার ফ্রেম। এতটাই সুন্দর, এতটাই নিখুঁত এই ছবি, যা দেখে বোঝা দায়, একর কোনও সত্যতা নেই।

7 / 8
কেউ সন্ন্যাসিনী রূপে, কেউ আবার গ্রহণ করেছে সন্ন্যাস, পোশাক থেকে লুকে যেন তারই ছাপ।

কেউ সন্ন্যাসিনী রূপে, কেউ আবার গ্রহণ করেছে সন্ন্যাস, পোশাক থেকে লুকে যেন তারই ছাপ।

8 / 8
যদিও এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তার যে কোনও সত্যতা নেই তা ছবি দেখে বুঝে নিয়ে খুব অসুবিধে হয় না।

যদিও এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তার যে কোনও সত্যতা নেই তা ছবি দেখে বুঝে নিয়ে খুব অসুবিধে হয় না।

Next Photo Gallery