TV9 বাংলা ডিজিটাল: অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেম গওহর খানের জীবনে। করোনা আবহে চুপিসারেই বাগদান সেরে ফেললেন প্রাক্তন মিস ইন্ডিয়া গওহর। (Gauahar Khan) বৃহস্পতিবার বন্ধু জায়েদ দরবারের সঙ্গেই আংটি বদলের মাধ্যমে নতুন জীবনে প্রবেশ করলেন এই মডেল-অভিনেত্রী। একই সঙ্গে গুঞ্জনে দিলেন সিলমোহর। স্বীকার করে নিলেন প্রেম।
জায়েদ সম্পর্কে বলিপাড়ার নামজাদা সঙ্গীত পরিচালক ইসলাইম দরবারের ছেলে। বেশ কিছু দিন ধরেই গওহর এবং জায়েদের সম্পর্ক নিয়ে তোলপাড় ছিল বলিউড। যদিও গওহরকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। অন্য দিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল দরবার জানান, ছেলে যদি গওহরকে বিয়ে করেন তা হলে তাঁর কোনও আপত্তি নেই। যদিও একই সঙ্গে ইসমাইল দাবি করেছিলেন, ছেলের সঙ্গে গওহরকে নিয়ে তাঁর এযাবৎ কোনও কথা হয়নি।
এ সবের মধ্যেই আজ ইনস্টাগ্রামে নিজেদের মাখোমাখো ছবি শেয়ার করে গুঞ্জনকে স্বীকৃতি দিলেন গওহর। ছবিতেই দেখা যাচ্ছে আয়োজন ছিল ছিমছাম। গওহর পরেছিলেন লাল-সাদা সালওয়ার সুট। জায়েদ পরেছিলেন হলদে রঙা ফুল টি-শার্ট। হাতে ধরেছিলেন বেলুন। যার একটিতে লেখা, ‘শি সেড ইয়েস’।
গওহর-জায়েদের বাগদানের ছবির পোস্ট ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। যার মধ্যে একজন নেহা কক্কর। যিনি নিজেও দিন কয়েক আগেই নতুন জীবন শুরু করেছেন। নেহা লিখেছেন, “কনগ্র্যাচুলেশন্স, লাভ বার্ডস”। শোনা যাচ্ছে, আগামী মাসেই নাকি বিয়ে করবেন তাঁরা।
জায়েদের আগে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। বিগবসের সেটে আলাপ হয়েছিল দু’জনের। সেখান থেকেই প্রেম, বন্ধুত্ব এবং বিচ্ছেদ। যদিও কেন ব্রেকআপ হয়েছিল তাঁদের, তা নিয়ে আজ পর্যন্ত গওহর বা কুশল কেউ-ই মুখ খোলেননি। তবে সে সব এখন অতীত। গওহরের মন জুড়ে এখন শুধুই জায়েদ দরবার।