গীতা-হরভজনের মধ্যে ঝগড়া! হঠাৎ কী সমস্যা হল?

স্বরলিপি ভট্টাচার্য |

May 13, 2021 | 7:37 PM

২০১৫-এ বিয়ে করেন এই জুটি। তাঁদের কন্যা সন্তান রয়েছে, হিনায়া। আর মেয়েকে নিয়েই নাকি ঝামেলা হয় দু’জনের।

গীতা-হরভজনের মধ্যে ঝগড়া! হঠাৎ কী সমস্যা হল?
দম্পতি।

Follow Us

যে কোনও সম্পর্কেই ভাল মুহূর্ত যেমন থাকে, তেমনই খারাপ মুহূর্ত থাকাটাও স্বাভাবিক। মতের অমিলও থাকে। দাম্পত্য সম্পর্কও তার ব্যতিক্রম নয়। ঠিক যেমন হরভজন সিং (Harbhajan Singh) এবং গীতা বসরা (Geeta Basra)। তাঁদের মধ্যে কী কী নিয়ে মতপার্থক্য হয়, তা এ বার প্রকাশ্যে শেয়ার করলেন গীতা।

২০১৫-এ বিয়ে করেন এই জুটি। তাঁদের কন্যা সন্তান রয়েছে, হিনায়া। আর মেয়েকে নিয়েই নাকি ঝামেলা হয় দু’জনের। গীতা যদিও বা মেয়েকে শাসন করতে চান প্রয়োজনে, কড়া হতে চান, হরভজন নাকি একেবারে উল্টো। তিনি আজ পর্যন্ত কোনওদিন নাকি প্রয়োজনেও মেয়েকে শাসন করেননি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে গীতা বলেন, “আমাদের সাধারণ ঝগড়া লেগেই থাকে। বেশিরভাগ সময়ই হিনায়াকে নিয়ে মতপার্থক্য হয়। মেয়ের বিষয়ে কোনও কিছুতে হয়তো আমি রাজি হচ্ছি না। ও বলে, আরে ছেড়ে দাও তো।”

আরও পড়ুন, মা হলেন অভিনেত্রী সোনালি চৌধুরি

গীতা জানিয়েছেন, মেয়ের সঙ্গে তিনিই সব সময় থাকেন। ক্রিকেটের কারণে হরভজন সব সময় বাড়িতে থাকতে পারেন না। মেয়েকে গীতা নিজস্ব রুটিনে চলতে শিখিয়েছেন। কিন্তু বাবা কয়েকদিনের জন্য বাড়ি এলে মেয়ে হয়তো নিয়মের ব্যতিক্রম করে। তখনই গীতা রেগে যান। কিন্তু হরভজন নাকি মেয়েকেই প্রশ্রয় দেন।

গত মার্চেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছেন দম্পতি। আগামী জুলাই নাগাদ ঘরে আসছে নতুন অতিথি। আপাতত তার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

Next Article