Govinda: ‘কন্ট্রোভার্সি চাই?’ গণেশ দর্শনে এসে আচমকা বলে উঠলেন সুনীতা, স্ত্রীয়ের কথা শুনে গোবিন্দা কী বললেন?

Divorce rumours of Govinda: গোবিন্দার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে ডিভোর্স ফাইল করেছেন সুনীতা। তবে শনিবার সকালে ফের এক নতুন খবর। গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা একটি বিবৃতিতে জানিয়েছেন, কোনও মামলা করা হয়নি।

Govinda: কন্ট্রোভার্সি চাই? গণেশ দর্শনে এসে আচমকা বলে উঠলেন সুনীতা, স্ত্রীয়ের কথা শুনে গোবিন্দা কী বললেন?

|

Aug 27, 2025 | 5:29 PM

গুঞ্জন নাকি সত্যি? গোবিন্দা ও সুনীতার ডির্ভোসের খবর নিয়ে এখন তোলপাড় বলিপাড়া। তবে এই প্রথম নয়, কয়েক মাস আগেও গোবিন্দা ও সুনীতার দাম্পত্য কলহ নিয়ে খবর রটেছিল। শোনা গিয়েছিল হিরো নাম্বার ওয়ানের বিরুদ্ধে বিচ্ছেদের পথে হাঁটছেন স্ত্রী সুনীতা আহুজা। পরে অবশ্য সেই খবরকে গুঞ্জন বলে ধামাচাপা দেওয়া হয়। তবে গত শুক্রবার বলিপাড়ায় ফের এই বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। শোনা যায়, গোবিন্দার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে ডিভোর্স ফাইল করেছেন সুনীতা। তবে শনিবার সকালে ফের এক নতুন খবর। গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা একটি বিবৃতিতে জানিয়েছেন, কোনও মামলা করা হয়নি। কোনও সমস্যাও নেই। সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। তাই ডিভোর্সের খবর না রটনাই উচিত। আইনজীবী আরও বলেন, সুনীতা ও গোবিন্দার রিয়েল লাইফ লাভস্টোরি খুবই জনপ্রিয়। তাই এসব রটতেই থাকে।

সেই খবরকেই সত্যি করে গণেশ চতুর্থীতে গণপতি দর্শনে একসঙ্গে বলিউডের হিরো নাম্বার ওয়ান গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। পোশাকের রঙে রং মিলিয়ে দম্পতি হাজির হলেন সাংবাদিক ক্যামেরার সামনে। সাংবাদিকদের প্রশ্নে গোবিন্দা বললেন, গণপতি বাপ্পা সবার জীবন থেকে বিঘ্ন দূর করুক। সবাইকে শান্তি দিক। সংসারে সমৃদ্ধি আনুক। গণপতির আশীর্বাদে যেন সবার সংসারে আনন্দ ভরে ওঠে।

তারপরই এক সাংবাদিক তাঁদের বিচ্ছেদ নিয়ে রটে যাওয়া খবরের প্রতিক্রিয়া জানতে চান, তখন গোবিন্দা নন, বরং তাঁর স্ত্রী সুনীতা আহুজা জানান, কন্ট্রোভার্সি চাই আপনাদের? এখন আর কোনও বিতর্ক পাবেন না। তাই প্রশ্ন করে লাভ নেই।