নেপোটিজমের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে স্বীকার করলেন গোবিন্দা

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 14, 2021 | 5:48 PM

বলিউডে গোবিন্দা একটা অন্য ঘরানা তৈরি করেছিলেন। নিজস্ব নাচের স্টেপ এবং কমেডির মোড়কে দর্শকের মন জয় করেছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে নেপোটিজমের কারণে বিভিন্ন প্রজেক্ট তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন।

নেপোটিজমের শিকার হয়েছিলেন, প্রকাশ্যে স্বীকার করলেন গোবিন্দা
গোবিন্দা।

Follow Us

নেপোটিজম। বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির বহু চর্চিত বিষয়। বলি মহলের কোনও অভিনেতা (Actor) নেপোটিজম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। কেউ বা এই আলোচনা ঘনিষ্ঠ মহলে সীমাবদ্ধ রেখেছেন। এক সময় এই নেপোটিজমের শিকার হয়েছিলেন গোবিন্দাও (Govinda)। এতদিনে প্রকাশ্যে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা।

বলিউডে গোবিন্দা একটা অন্য ঘরানা তৈরি করেছিলেন। নিজস্ব নাচের স্টেপ এবং কমেডির মোড়কে দর্শকের মন জয় করেছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে নেপোটিজমের কারণে বিভিন্ন প্রজেক্ট তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন। সাম্প্রতিক এই সাক্ষাৎকারে গোবিন্দা বলেছেন, “এখন লোকে নেপোটিজম নিয়ে কথা বলছে। আমি অনেকদিন আগেই এসব বলেছি। গত ২০ বছর ধরে এটা সামলাচ্ছি। এজন্য আমার নামে অনেকে খারাপ কথা বলে। কিন্তু আমি তাঁদের পাত্তা দিই না।”

বেশ কয়েক বছর বড় পর্দায় গোবিন্দাকে সেভাবে দেখা যায় নি। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বড় পর্দায় ফিরবেন। ২০২০-র খারাপ সময় কাটিয়ে উঠেছেন। অনেক চিত্রনাট্য পড়ছেন। কয়েকটা ছবির বিষয়ে নাকি কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে।

আরও পড়ুন, কীভাবে জন্মদিন সেলিব্রেট করলেন হবু মা শ্রেয়া ঘোষাল?

কিছুদিন আগেই গোবিন্দা অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেক মুক্তি পেয়েছে। ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং সারা আলি খান। এই ছবির বিষয়ে জানতে চাওয়া হলেও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, “আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি বিচারক নই। তাই কারও কাজ নিয়ে কিছু বলতে চাই না।”

গোবিন্দা কি কোথাও অভিমানী? ইন্ডাস্ট্রি সম্পর্কে খারাপ লাগা জমে আছে কোথাও? অন্তত তাঁর কথায় তেমন ইঙ্গিতই খুঁজে পাচ্ছেন অনুরাগীরা।

Next Article