Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোবিন্দা-অক্ষয়কে সরল রেখায় ভেদ করল করোনা

টুইটারে অক্ষয় লেখেন, “সবাইকে অবগত করছি। আজ রবিবার, সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। অবিলম্বে নিজেকে আইসোলেশনে রেখেছি।

গোবিন্দা-অক্ষয়কে সরল রেখায় ভেদ করল করোনা
গোবিন্দা-অক্ষয়।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 4:20 PM

রবিবার সকালে অভিনেতার কোভিড টেস্ট পজিটিভ আসে। এবং তারপর সংস্পর্শে আসা প্রত্যেককে তাঁদের পরীক্ষা করার জন্য অনুরোধ করলেন গোবিন্দা। তাঁর স্বাস্থ্য সম্পর্কে অভিনেতা বলেন, “করোনাভাইরাসকে দূরে রাখতে আমি নিজে পরীক্ষা করেছি এবং প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করেছি। তবে, কোভিড আক্রান্ত হওয়ার পর আমার উপসর্গ মাঝারি রকমের রয়েছে। বাড়ির সবাইয়ের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। সুনিতা (স্ত্রী) ) কয়েক সপ্তাহ আগে কোভিড থেকে সেরে উঠেছে।” তিনি আরও বলেন, “আমি হোম কোয়ারানটাইনে এবং চিকিৎসকের অধীনে রয়েছি। আমি সবাইকে অনুরোধ করছি দয়া করে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অনুসরণ করুন এবং দয়া করে নিজের যত্ন নিন।”

আরও পড়ুন বাস ড্রাইভারকে কৃতজ্ঞতা জানালেন ‘একদা’ কন্ডাক্টর রজনীকান্ত!

শুধু গোবিন্দা নন করোনায় আক্রান্ত হন বলিউডের আরেক অভিনেতা, অক্ষয় কুমার। রবিবার সকালে টুইটের মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন অক্ষয়। একই সঙ্গে বিগত কয়েক দিনে যে বা যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধও করেছেন অক্ষয়।

এ দিন টুইটারে অক্ষয় লেখেন, “সবাইকে অবগত করছি। আজ রবিবার, সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। অবিলম্বে নিজেকে আইসোলেশনে রেখেছি। আপাতত গৃহপর্যবেক্ষণে রয়েছি আমি। চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসা চলছে আমার।” প্রিয় অভিনেতার এই খবরে স্বভাবতই মন খারাপ ফ্যানেদের। যদিও তাঁদের আশ্বস্ত করে অক্ষয় লেখেন, খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন তিনি।