
তিনি বলিউডের হিরো নাম্বার ওয়ান। এক সময় তাঁর ছবি মানেই বক্স অফিসে ঝড়। একের পর এক ছবি সুপারহিট। কমেডি থেকে প্রেমিক নায়ক, সবেতেই কেল্লাফতে। কিন্তু জানেন কি সেই গোবিন্দার যোগ রয়েছে বাংলাদেশে! ব্য়াপারটা একটু বিশদে বলা যাক।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গোবিন্দার বাংলাদেশের ভিটের একটি ভিডিয়ো। সৌজন্যে রংপুর ডায়েরি নামের একটি ভ্লগ। সেই ভ্লগেরই ক্যামেরা পৌঁছে গিয়েছিল গোবিন্দার আদি ভিটেতে। যেখানে একসময় থাকতেন গোবিন্দার ঠাকুর্দা, বাবা-মা!
বাংলাদেশের কোথায় এই বাড়ি?
বাংলাদেশের রাজশাহীর ভবানীপুরগুঞ্জ থেকে কিছুটা দূরে মধুপুর গ্রাম, আর সে গ্রামেরই খুজিপুর গ্রামে রয়েছে গোবিন্দার ভিটে। জানা গিয়েছে, এই বাড়িতে এই মুহূর্তে গোবিন্দার পরিবারের কেউই থাকেন না। তথ্য বলছে, দেশভাগের আগে মধুপুরের এই গ্রামেই, এই বাড়িতে থাকতেন গোবিন্দার পূর্বপূরুষ। এখন সেই বাড়ি একেবারেই ভগ্নদশায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়ির দেওয়ালের ইঁট বেরিয়ে এসেছে। দেওয়ালে ঘুঁটে শুকোচ্ছে। এই ভিডিয়োতেই দেখা গিয়েছে, গোবিন্দার পৈতৃক ভিটেতে বাস করে এক পরিবার। তাঁদের সঙ্গে অবশ্য কোনও যোগ নেই গোবিন্দার। সেই পরিবারের লোক জানিয়েছেন, গোবিন্দা বা তাঁর পরিবারের লোকজনকে তাঁরা চোখেও দেখেননি। তবে নানা ভ্লগার মাঝে মধ্যেই ভিড় করছেন এই বাড়ির সামনে।
ভিডিয়ো সৌজন্যে– রংপুর ডায়েরি
বলিউড অভিনেতা গোবিন্দার দার্জিলিংয়েও একটি বাড়ি রয়েছে, যা ঘুম-এর জলপাহাড় এলাকায় অবস্থিত এবং প্রায় ১৫ বছর আগে নির্মিত হয়েছি এই বাড়ি। তিনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের সরলতার কারণে বাড়িটি ভালবাসেন এবং প্রায়ই এখানে ছুটি কাটাতে আসেন, যেখানে তার স্ত্রী সুনীতার ইচ্ছাও জড়িত ছিল। বাড়িটির নাম “গোবিন্দা কুঞ্জ”, এবং এটি বাতাসিয়া লুপের উপরে, কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যসহ একটি সুন্দর জায়গায় অবস্থিত।