‘স্ট্রাগলাররা সুগার ড্যাডি খোঁজে, ব্ল্যাকমেল করে’, গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক স্ত্রী সুনীতা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে আসা নবাগতা অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষাই তারকাদের ব্যক্তিগত জীবনে সমস্যার মূল কারণ। তাঁর মতে, খ্যাতির মোহ এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার তাগিদে অনেক সময় তরুণীরা প্রতিষ্ঠিত অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়ান, যা বিবাহিত তারকাদের জন্য এক জটিল পরিস্থিতির সৃষ্টি করে।

‘স্ট্রাগলাররা সুগার ড্যাডি খোঁজে, ব্ল্যাকমেল করে’, গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক স্ত্রী সুনীতা

|

Jan 26, 2026 | 1:14 PM

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন ফের একবার শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সুনীতা। তাঁর এই বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

সুনীতার দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে আসা নবাগতা অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষাই তারকাদের ব্যক্তিগত জীবনে সমস্যার মূল কারণ। তাঁর মতে, খ্যাতির মোহ এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার তাগিদে অনেক সময় তরুণীরা প্রতিষ্ঠিত অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়ান, যা বিবাহিত তারকাদের জন্য এক জটিল পরিস্থিতির সৃষ্টি করে।

মিস মালিনীকে দেওয়া সেই সাক্ষাৎকারে সুনীতা অত্যন্ত কড়া ভাষায় বলেন, “আমার ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে। এই বিষয়গুলো ওদের খুব বিরক্ত করে। আমি সব সময় বলি যে এটা এসব করার বয়স নয়। কিন্তু আজকের দিনে যে মেয়েরা স্ট্রাগল করতে আসে, তাদের খরচ চালানোর জন্য একজন ‘সুগার ড্যাডি’র প্রয়োজন হয়। যোগ্যতা না থাকলেও তারা নায়িকা হতে চায়। এরপর তারা অভিনেতাদের ফাঁদে ফেলে এবং পরে ব্ল্যাকমেইল করতে শুরু করে।”

স্বামীর নাম উল্লেখ করে সুনীতা আরও বলেন, “এ রকম অনেক মেয়েই আসে, কিন্তু ও তো আর বোকা নও। তোমার বয়স এখন ৬৩। তোমার একটি সুন্দর পরিবার আছে, সুন্দরী স্ত্রী এবং দুই বড় সন্তান আছে।1 ৬৩ বছর বয়সে তুমি এসব করতে পারও না। যৌবনে যা করেছ, তা মেনে নেওয়া যায়। কম বয়সে আমরা সবাই ভুল করি, কিন্তু এই বয়সে এসে এসব মানায় না।”

সুনীতার এই স্পষ্টভাষী মন্তব্য বিনোদন জগতের অন্ধকার দিক এবং প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে নবাগতাদের সম্পর্কের রসায়ন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।