গোবিন্দার পদবি ত্যাগ করলেন স্ত্রী সুনীতা! ডিভোর্সের পথে?

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার ৩৮ বছরের দাম্পত্য জীবন ঘিরে সম্প্রতি যে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন সুনীতা।

গোবিন্দার পদবি ত্যাগ করলেন স্ত্রী সুনীতা! ডিভোর্সের পথে?

|

Jun 17, 2025 | 4:51 PM

গোবিন্দার সঙ্গে যে কয়েকবছর ধরেই স্ত্রী সুনিত্রার সম্পর্ক ভাল নেই, সে খবর নতুন নয়। এমনকী, কয়েকদিন আগেই রটে গিয়েছিল, খুব জলদিই নাকি সুনিতাকে ডিভোর্স দেবেন গোবিন্দা। এমনকী, জানা যায় সুনিতা ও গোবিন্দা দুজনেই নাকি থাকেন আলাদা। আর এবার খবর হল, সুনিতা তাঁর নামের পাশ থেকে গোবিন্দার পদবি সরিয়ে দিলেন। গুঞ্জন বলছে, সুনিতার এই পদবি বদলেও দেওয়া ডির্ভোসের পথে প্রথম পা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা অবশ্য পদবি বদলে ফেলার নেপথ্যে অন্য় কারণ দেখিয়েছেন।

সুনিতার কথায়, যশ ও প্রতিপত্তির প্রয়োজন মনে করছি। তাই নিউমেরোলজিস্টের নির্দেশের পদবি সরিয়েছি এবং নামের বানান বদলেছি। আশা করি এরফলে ভাগ্যের পরিবর্তন হবে।

১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন, তবে বলিউডে গোবিন্দার কেরিয়ার গড়ে ওঠা পর্যন্ত সেই সম্পর্ক গোপন রাখা হয়। বর্তমানে তাঁদের দুটি সন্তান— যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। জানা গেছে, তাঁদের ছেলে যশবর্ধন শিগগিরই বলিউডে অভিষেক করতে চলেছেন।

সুনীতার এই সোজাসাপ্টা বক্তব্যে স্পষ্ট, তাঁদের দাম্পত্য জীবনের ভাঙনের কোনও প্রশ্নই ওঠে না। বরং গোবিন্দা ও সুনীতা আজও যেমন একে অপরের পাশে রয়েছেন, তেমনই ভবিষ্যতেও থাকবেন— এমনটাই তাঁদের বিশ্বাস।

এই সাক্ষাৎকারেই সুনীতা বলেন, বলিউডে যখন গোবিন্দা নম্বর ওয়ান নায়ক। তখন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তবে এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এখন যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে বেশ ভয়ের বিষয়। এটাই আমাকে দুশ্চিন্তায় ফেলেছে।

শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। আর সেই অভিনেত্রীর কারণেই নাকি ভাঙতে চলেছে সুনিতার সংসার।

সুনীতার এই মন্তব্যেই বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। সেই কারণেই এমন মন্তব্য় করেছেন সুনীতা। তবে বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী।