কোন বলি নায়িকা শেয়ার করলেন নিজের মিস পাটিয়ালা লুক?
ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মনোজ বাজপেয়ীর সঙ্গে শেষবার অনস্ক্রিন দেখা গিয়েছে গুলকে। তাঁর আরও ভাল কাজের অপেক্ষায় রয়েছেন দর্শক।
টিপ, লিপস্টিক, টিকলির সাজে মেয়েটির ছবি একঝলক দেখলে হয়তো আপনি চিনতে পারবেন না। কিন্তু ভাল করে লক্ষ্য করলে বুঝবেন, কয়েক বছর আগের মুখের এই গড়নের সঙ্গে এখনকার মুখেরও মিল রয়েছে।
ঠিক ধরেছেন। ইনি গুল পনাগ (Gul Panag)। বলিউড (bollywood) অভিনেত্রী (Actress)। এই ছবিটি তাঁর প্রথম বিউটি প্যাজেন্টের। তিনি নিজেই জানিয়েছেন, এই ছবি দেখে তাঁর এখন নাকি মনে হয়, সে সময় হেয়ার বা মেকআপের কোনও সেন্সই নাকি ছিল না!
সূত্রের খবর, ১৯৯৮-এ মিস পাটিয়ালা বিউটি প্যাজেন্টে অংশ নিয়েছিলেন গুল। দিদির বিয়ের লেহেঙ্গা পরেছিলেন সেই অনুষ্ঠানে। সেই প্রতিযোগিতায় জিততে পারেননি তিনি। তবে ঠিক তার পরের বছরই ১৯৯৯-এ মিস ইন্ডিয়ার মুকুট ওঠে তাঁর মাথায়।
View this post on Instagram
এই ছবিটি শেয়ার করে গুল লিখেছেন, ‘মিস পাটিয়ালা বিউটি প্যাজেন্ট আমি জিততে পারিনি। আমার মনে আছে, একটা সিনেমা হলের মধ্যে হয়েছিল। তবে এটা মিস ইন্ডিয়ার প্রস্তুতি বলতে পারেন।’
ছবিতে গুলের জোড়া ভুরু দেখা যাচ্ছে। তিনি নিজেই জানিয়েছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে কাজলকে দেখে অনুপ্রাণিত হয়ে সে সময় তিনি ভুরুর এমন স্টাইল রেখেছিলেন। কারণ তখন সেটাই ছিল ট্রেন্ডিং। তাঁর কথায়, “আমার তো মনে হয় অনেক দূর আসতে পেরেছি। অন্তত হেয়ার আর মেকআপের ক্ষেত্রে তো বটেই।”
ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মনোজ বাজপেয়ীর সঙ্গে শেষবার অনস্ক্রিন দেখা গিয়েছে গুলকে। তাঁর আরও ভাল কাজের অপেক্ষায় রয়েছেন দর্শক।
আরও পড়ুন, প্রচারে বেরিয়ে ‘কৃষ্ণনাম’ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়