১০ বছর কয়েকবার হৃদয় ভেঙেছে! মন খারাপে বললেন অভিনেতা গুলশন

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 30, 2021 | 6:12 PM

বয়স বিয়াল্লিশের অভিনেতা গড়পড়তা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের পিছনে কখনও দৌড়োননি। ঝুঁকেছেন অন্য ধারার ছবির দিকে, একটু অন্য রকম হিন্দিতে যাকে বলে ‘হটকে’। তা-ই ১০ বছরের কেরিয়ারে তাঁর কেরিয়ারগ্রাফে রয়েছে ‘শয়তান’ (২০১১),  এ ডেথ ইন গাঞ্জ (২০১৬) কিংবা দ্য গার্ল ইন ইয়েলো বুটস (২০২০) এর মতো ছবি। কথা হচ্ছিল গুলশন দেবিয়াহর প্রসঙ্গে। ১০ বছর পেরলেন তাঁর […]

১০ বছর কয়েকবার হৃদয় ভেঙেছে! মন খারাপে বললেন অভিনেতা গুলশন
গুলশন।

Follow Us

বয়স বিয়াল্লিশের অভিনেতা গড়পড়তা কমার্শিয়াল ছবিতে অভিনয়ের পিছনে কখনও দৌড়োননি। ঝুঁকেছেন অন্য ধারার ছবির দিকে, একটু অন্য রকম হিন্দিতে যাকে বলে ‘হটকে’। তা-ই ১০ বছরের কেরিয়ারে তাঁর কেরিয়ারগ্রাফে রয়েছে ‘শয়তান’ (২০১১),  এ ডেথ ইন গাঞ্জ (২০১৬) কিংবা দ্য গার্ল ইন ইয়েলো বুটস (২০২০) এর মতো ছবি। কথা হচ্ছিল গুলশন দেবিয়াহর প্রসঙ্গে। ১০ বছর পেরলেন তাঁর ফিল্মি জার্নিতে।

নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করলেন স্বরচিত এক কবিতা। এও বললেন, যে এটা কবিতা ঠিক নয়, ‘গাল্লি বয়’দেখার পর লেখা এবং কবিতার মতো করে পড়ার চেষ্টাতে এটা লেখা।

 

আরও পড়ুন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জন তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে! কিন্তু কেন?

 

তিনি বলেন, “এই ১০ বছরে আমার সিদ্ধান্ত নিয়ে মোটেই আফসোস নেই। কখনও কখনও এটি আমার মতো ব্যক্তির পক্ষে এখনও অবিশ্বাস্য লাগে, যে একেবারে কোনও অভিজ্ঞতা ছাড়া একজন ব্যাঙ্গালোর থেকে উঠে এসেছিল। পারফর্মিং আর্ট ব্যতীত আমার পরিবারের কারওর বিনোদন ব্যবসায়ের কোনও অভিজ্ঞতা বা কিছুই করেনি। সেখান থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ারে আসার পরে, আমি সত্যিই ভাগ্যবান ছিলাম,”

 

তিনি এও বলেন, “যদিও এটি পুরো দমে সহজ ছিল না। অভিনেতা স্বীকার করে আরও বলেন, “হ্যাঁ আমার হৃদয় কয়েকবার ভেঙেছে। আমি কিছু জিনিস করিনি, তবে আপনি কিছু জিতলেন, কিছু হারাবেন। এটাই জীবন। মানুষ আমার সঙ্গে কাজ করতে চায়, আমার সম্পর্কে ভাল কিছু লিখতে চায়। আমার সমস্ত কাজকর্মের উপর তাঁরা এত ভালবাসা আমাকে দেন। আমি অনেক পজিটিভিটি পেয়েছি। যে জিনিসগুলি অর্জন করতে পারেনি সেগুলোতে একজন ফোকাস করতে পারে তবে আমি যে জিনিসগুলি অর্জন করতে সক্ষম হয়েছি সেগুলোতে ফোকাস করেছি। এমন অনেকে আছেন যাঁরা মাঝে-মাঝে বলে থাকেন, যে আমি তাঁদের জন্য অনুপ্রেরণা। এটি আমাকে অবাক করেস কারণ আমি কখনও এমন হতে চাইনি। আমি শুধু আমার নিজের জিনিস করতে চেয়েছিলাম। এগুলো সমস্ত আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে বলে যে আমি ঠিক কিছু করছি। গর্ব হয় যে আমি নিজে থেকে এটি করেছি। একই সময়ে, আমি কখনই অস্বীকার করব না যে ভাগ্য সঙ্গে ছিল না।”

Next Article