হাসলেই আউট! সর্বপ্রথম কমেডি রিয়েলিটি শো আসছে অ্যামাজন প্রাইমে
চলতি মাসে শেষ দিনে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে ‘লল—হসি তো ফসি’র।

চারপাশে যেন শোকের ছায়া। এক দমবন্ধকর পরিবেশ। সব যেন থমকে রয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সব যেন উথালপাথাল হয়ে গিয়েছে। তবে মানসিক সুস্থতা যেন কিছুটা হলেও বৃদ্ধি পায় তার কথা মাথায় রেখে অ্যামাজন প্রাইম আনতে চলেছে সর্বপ্রথম কমেডি-রিয়েলিটি শো ‘লল—হসি তো ফসি’।
রিয়েলিটি শো কর্তৃপক্ষের প্রতিশ্রুতি দর্শকদের হাসির ভরপুর ডোজ দিতে চলেছে এই শো। সম্প্রতি প্রকাশিত ট্রেলারটি তাঁদের অনন্য ধারণার ছাপও পাওয়া গিয়েছে। শোয়ে রয়েছেন ১০ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে প্রায় প্রত্যেকে স্ট্যান্ডআপ কমেডিয়ান। সুনীল গ্রোভার থেকে সাইরাস, কে নেই! রিয়েলিটি শোয়ের শর্ত একটাই যে যেভাবেই হাসানোর চেষ্টা করুক না কেন, হাসা যাবে না।
আরও পড়ুন সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার অজয়, স্বাধীনতা দিবসে শুরু হবে যুদ্ধ
শো নিয়ে তাঁর উত্তেজনা ভাগ করে সুনীল বলেন, “এমন কঠিন পরীক্ষার সময়ে, ইতিবাচক হওয়া এবং আপনার চারপাশের প্রত্যেকে যেন ভাল থাকে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি এমন এক কমেডি শো যার মাধ্যমে আমাদের দর্শক একসঙ্গে হাসবে। আমাদের একমাত্র উদ্দেশ্য সবাইকে হাসানো এবং আমি আনন্দিত যে এই শোতে অংশ নিয়ে আমি আমার সেই কাজ করতে পেরেছি।”
কমেডি-রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন ১০জন প্রতিভাবান কমেডিয়ান। শোয়ের দুটি প্রধান উদ্দেশ্য, প্রথমটি হ’ল বাড়িতে উপস্থিত বাকিদের হাসানো এবং অন্যটি হ’ল প্রতিযোগীরা নিজেরা হাসতে পারবেন না।
সর্বশেষ প্রতিযোগী যিনি না হেসে বিজয়ী হবেন তিনি পুরষ্কৃত পাবেন। এই শোতে ভারতের সেরা কৌতুক বিনোদনকারী আদার মালিক, আকাশ গুপ্তা, অদিতি মিত্তল, অঙ্কিতা শ্রীবাস্তব, সাইরাস ব্রোচা, গৌরব গেরা, কুশা কপিলা, মল্লিকা দুয়া, সুনীল গ্রোভার এবং সুরেশ মেনন করেছেন। শোয়ের হোস্ট করছেন দুই স্বনামধন্য হাস্য কৌতুক অভিনেতা আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানি।
চলতি মাসে শেষ দিনে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে ‘লল—হসি তো ফসি’র।





