তারকাদের তো দেখেন রোজই, মাতৃদিবসে চিনে নিন তাঁদের মায়েদেরও
আজ মায়েদের দিন। তারকাদের সঙ্গে তো আলাপ রয়েছে। কিন্তু এই তারকা হয়ে ওঠার পেছনে যে মানুষটির গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মানুষটি অর্থাৎ সেলেব দে'র মায়ের ছবি দেখে নিন এক ঝলকে।
1 / 9
সবার কাছে তিনি তারকা-সাংসদ, কিন্ত মায়ের কাছে সেই ছোট্ট মিমি
2 / 9
চিনতে পারছেন কে? মেদিনীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছেন এ বার। তিনি অর্থাৎ জুন মালিয়া
3 / 9
মায়ের সঙ্গে মাঝে মধ্যেই খুনসুটির ভিডিয়ো পোস্ট করেন তিন। তিনি অর্থাৎ অঙ্কুশ হাজরা
4 / 9
তিনি নিজেও মা। মায়েদের দিনে মা'র সঙ্গে আদরের ছবি পোস্ট শ্রাবন্তীর।
5 / 9
তনুশ্রী চক্রবর্তীর কাছে তাঁর মা-ই তাঁর পৃথিবী
6 / 9
যতই বড় হন না কেন মায়ের কাজে ঋতুপর্ণা আজও একইরকম।
7 / 9
লোকে বলে তিনি হ্যান্ডসাম হ্যাঙ্ক। কিন্ত মায়ের সঙ্গে সাহেবের ইকুয়েশনে বদল হয়নি এতটুকুও।
8 / 9
মা রান্না করছেন। কার জন্য? মেয়ে কনীনিকার জন্য কি?
9 / 9
টলি তারকাদের ভিড়ে তাঁর ছবি খানিক বেমানান। তবুও তিনি চর্চিত এবং বাঙালি। তিনি রিয়া চক্রবর্তী। মায়ের সঙ্গে রইল তাঁর ছোটবেলার ছবি।