বিহঙ্গী বিশ্বাস | Edited By: শুভঙ্কর চক্রবর্তী
Dec 10, 2020 | 3:53 PM
নবদম্পতি। বিয়ের পর প্রথম একসঙ্গে এক ছবিতে দেবলীনা-গৌরব।
জাস্ট ম্যারেড। ভালবাসার মানুষকে বিয়ে করে এখন 'এক দুজে কে লিয়ে'।
গৌরব-দেবলীনার বিয়েতে সপরিবার হাজির অনীক
টলিপাড়ায় আবারও এক হেভিওয়েট বিয়ে। আবারও জাঁকজমক, হইহই। তিন বছর দীর্ঘ প্রেমের পর অবশেষে এক হল চার হাত। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ছিল বিয়ের লগ্ন।
প্রথম থেকেই নিজেদের প্রেম নিয়ে লুকোছাপা করেননি ওই সেলেব জুটি। পাপারাৎজির ভিড় এড়িয়ে হাতে হাত নয়, ওঁদের পছন্দ ছিল 'খুল্লামখুল্লা প্যায়ার"। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে হামেশাই কাটিয়েছেন কোয়ালিটি টাইম। রিলেশনশিপ স্টেটাস জিজ্ঞাসা করলে হাসিমুখে জানিয়েছেন 'উই আর কমিটেড'।
করোনা-লকডাউন চোখ না রাঙালে এ বছরের মাঝামাঝিই বিয়েটা করে ফেলতেন তাঁরা। তা হয়নি। এক দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে ডিসেম্বরের ৯ তারিখ সম্পন্ন হল শুভ কাজটি।
বিয়ের আসর ঠিক হয়েছিল 'চৌধুরী ভিলা'য়। প্রস্তুতি চলছিল তারও বেশ কিছু দিন আগে থেকেই। পাত্র গৌরব এই মুহূর্তে ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'তে মথুরের চরিত্রে। 'রাসমণি' টিমের পক্ষ থেকে গৌরবের জন্য আয়োজন করা হয়েছিল আইবুড়োভাতের অনুষ্ঠান। অন্যদিকে 'ঘরের মেয়ে' দেবলীনাকেও আইবুড়ো ভাত খাইয়েছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল দেবলীনার মেহেন্দির অনুষ্ঠান।
ফুলের গয়না, ডার্ক লিপস্টিক, আর স্লিভলেস পোশাকে ‘ফিউশান’ লুকে নজর কেড়েছিলেন দেবলীনা। মেহেন্দি মিটতেই লম্বা ঘুম নয়, দেবলীনা গিয়েছিলেন জিমে। ৪০ কেজি ওজন নিয়ে করেছিলেন দশ-দশটা ডেড লিফট। বিয়ের আগের রাতে খেলেছিলেন ব্যাডমিন্টনও।
লগ্ন তাড়াতাড়ি। তাই বুধবার সকাল সকালই গায়ে হলুদ পর্ব মিটিয়ে নিয়েছিলেন দেবলীনা কুমার। উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজে সেজেছিলেন তিনি। মেকআপ ছিল ছিমছাম। চুল ছিল খোলা।
বিয়ের সাজে তাঁর পছন্দ যে সাবেকিয়ানা তা আগেই জানিয়েছিলেন তিনি। তাই তাঁর পছন্দ ছিল লাল বেনারসি। গয়না পরতে ভালবাসেন 'রঙ্গবতী'। পরেছিলেন মানানসই গয়নাও। তাঁর ব্রাইডাল লুক সেটের দায়িত্ব সামলাবেন ডিজাইনার অভিষেক রায়ের উপর।
ডিজাইনার অভিষেক রায় এবং নীলয় সেনগুপ্তর পোশাকে নিজেকে সাজিয়েছিলেন গৌরব। পরেছিলেন সাদার উপর হাল্কা কাজ করা ধুতি-পাঞ্জাবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরাই। করোনা কারণে আমন্ত্রণেও করতে হয়েছিল কাটছাঁট।
১৫ ডিসেম্বর পি সি চন্দ্র গার্ডেনস-এ বসছে প্রীতিভোজের আসর। ১৭ ডিসেম্বর বৌভাত, সেন্ট পলস ক্যাথিড্রাল-এ। দুই তরফেরই মেনুতে থাকবে বাঙালি খাবার। দেখা যাবে ইন্ডাস্ট্রির চেনামুখদের।
তিন বছর আগে গৌরবের বোনের বিয়েতে দুজনের আলাপ হয়েছিল। প্রেম বাসা বেঁধেছিল নিঃশব্দে। আজ পর্যন্ত কেউই কাউকে ঘটা করে প্রোপোজ করেননি। সেই প্রেম পরিণতি পেল অবশেষে। এক হলেন ওঁরা। ওঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা।