এতদিন যা ছিল শুধুই গুজব, এবার যেন সেই সম্পর্কেই সিলমোহর দিলেন আমির খানের কন্যা ইরা খান। প্রমিস ডে-তে ইনস্টাগ্রামে নুপুর শিখরের সঙ্গেই ছবি দিলেন আমির-কন্যা। সেই সঙ্গে লিখলেন এক আবেগঘন বার্তা। ইরা লিখেছেন, “তোমার সঙ্গে এবং তোমার জন্য প্রমিস করা গর্বের ব্যাপার।” এখানেই শেষ নয়। অসংখ্য হ্যাশট্যাগের মাঝে নুপুরের জন্য #dreamboy আর #myvalentine-ও লিখেছেন ইরা। আর তা দেখেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন নেটিজ়েনদের অনেকে।
নুপুর শিখরে আসলে ইরার ফিটনেস ট্রেনার। হামেশাই আমির-কন্যার ইনস্টা পোস্টে দেখা পাওয়া যায় তাঁর। গতবছর নিজের একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রথম নুপুরের সঙ্গে নিজের ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন ইরা। তিনি লিখেছিলেন, নুপুর তাঁর ফিটনেস ট্রেনার এবং এমন একজন মানুষ যিনি তাঁর জীবন বদলে দিয়েছেন। ইরার কথায়, “কোনও বড় কিছু জন্য ছোট উপায়ে তাঁর জীবন বদলে দিয়েছিলেন নপুর।”
সদ্যই অবশ্য ইরা জানিয়েছেন যে, মানসিক অবসাদের সঙ্গে লড়াই করে সমস্যা খানিকটা কাটিয়ে উঠেছেন তিনি। ভাল আছেন, কিন্তু তার পাশাপাশি রোজই খুব কাঁদছেন। ঘুমোতেও যাচ্ছেন কান্নাকাটি করেই। পরের দিন সকালে উঠে অফিস যাচ্ছেন। কাজের মধ্যেই সময় কাটাচ্ছেন। তবে মন খারাপ কাটছে না। এমনকি তুতো ভাইয়ের বিয়েতে গিয়েও সেভাবে সব কিছুর সঙ্গে যুক্ত হয়ে আনন্দ করতে পারেননি ইরা। বরং ঘুমিয়েই কাটিয়েছেন বেশিরভাগ সময়। এমনটা করতে না চাইলেও, সেটাই হয়েছে তাঁর সঙ্গী। সম্প্রতি এমনটাই ইনস্টাগ্রামে জানিয়েছেন ইরা।