AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘..ওর মতো লড়াকু মেয়েকেই সংসদে দরকার’, জেতার আগেই হেমার সমর্থন পেলেন কঙ্গনা?

Kangana Ranaut: কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শিণ্ডে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন। সেই কটাক্ষের জবাব দিতেই কঙ্গনার পাশে এসে দাঁড়িয়েছিলেন হেমা। 'কুইন' তারকার পাশে এসে দাঁড়িয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, "ভারতীয় রাজনীতিতে কঙ্গনার মতো একজন লড়াকু কর্মীর প্রয়োজন।"

'..ওর মতো লড়াকু মেয়েকেই সংসদে দরকার', জেতার আগেই হেমার সমর্থন পেলেন কঙ্গনা?
কঙ্গনা, হেমা।
| Updated on: Jun 04, 2024 | 1:59 PM
Share

হিমাচল প্রদেশের বাড়ির মেয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার লোকসভা নির্বাচনে লড়ছেন সেখান থেকেই। মাণ্ডির প্রার্থী তিনি। তাঁর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী হেমা মালিনী। বলেছিলেন যে, ভারতের রাজনীতিতে কঙ্গনার মতো একনিষ্ঠ কর্মীর বড্ড প্রয়োজন। বৃন্দাবন থেকে হেমা বলেছিলেন, “কঙ্গনা কর্মঠ, নিজের কাজ নিয়ে তিনি প্রচণ্ড সিরিয়াস। সেই গুণের কারণেই তাঁর মতো একজন মানুষের রাজনীতিতে আসা দরকার।”

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শিণ্ডে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন। সেই কটাক্ষের জবাব দিতেই কঙ্গনার পাশে এসে দাঁড়িয়েছিলেন হেমা। ‘কুইন’ তারকার পাশে এসে দাঁড়িয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, “ভারতীয় রাজনীতিতে কঙ্গনার মতো একজন লড়াকু কর্মীর প্রয়োজন।”

অনেকদিন থেকেই বিজেপি পার্টিকে সমর্থন করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই লোকসভা নির্বাচনেই তাঁকে প্রথমবার টিকিট দিয়েছে বিজেপি। এই মুহূর্তের (বেলা ১টা) গণনা অনুযায়ী, মাণ্ডিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতই। তাঁর বিপক্ষে লড়ছেন ছ’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিংয়ের এবং বিদায়ী সাংসদ প্রতিভা সিং। তাঁদের প্রত্যেককে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছেন বলিউডের ‘কুইন’।

অন্যদিকে হেমা মালিনীও লড়ছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। ২০১৯ সালেও হেমা লড়েছিলেন এবং জিতেছিলেন। তাঁর লোকসভা কেন্দ্র মথুরা। পাঁচ বছর আগে ৬,৭১,২৯৩ ভোটে জিতেছিলেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা। এখনও পর্যন্ত সেই কেন্দ্র থেকে তিনিই এগিয়ে রয়েছেন।