AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন প্রশান্ত তামাং?

প্রশান্ত তামাংয়ের আয়ের মূল উৎস ছিল সংগীত, চলচ্চিত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। বিভিন্ন সূত্র অনুযায়ী, নেপালি চলচ্চিত্র যেমন 'গোর্খা পল্টন', 'পরদেশি' এবং 'পরদেশি ২'-তে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা ও পারিশ্রমিক পান। এছাড়াও ভারত ও নেপালে অগণিত লাইভ শো এবং মিউজিক অ্যালবামের রয়্যালটি থেকে তাঁর নিয়মিত আয় হত।

কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন প্রশান্ত তামাং?
| Updated on: Jan 14, 2026 | 3:05 PM
Share

গত ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। দার্জিলিংয়ের ছেলে প্রশান্তের প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকস্বব্ধ তাঁর অনুরাগীরা। প্রশান্তে চলে গেলেও, রেখে গিয়েছেন তাঁর অজস্র গান। কলকাতা পুলিশ কর্মী থেকে ইন্ডিয়ান আইডল বিজয়ী, এই প্রশান্ত কত সম্পত্তি রেখে গেলেন?

২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে জয়ী হওয়ার পরই রাতারাতি তারকা হয়ে ওঠেন প্রশান্ত। সেই সময় পুরস্কার হিসেবে তিনি ১ কোটি টাকার নগদ অর্থ এবং একটি বিলাসবহুল গাড়ি পেয়েছিলেন, যা তাঁর আর্থিক ভিত শক্ত করতে বড় ভূমিকা রাখে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

প্রশান্ত তামাংয়ের আয়ের মূল উৎস ছিল সংগীত, চলচ্চিত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। বিভিন্ন সূত্র অনুযায়ী, নেপালি চলচ্চিত্র যেমন ‘গোর্খা পল্টন’, ‘পরদেশি’ এবং ‘পরদেশি ২’-তে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা ও পারিশ্রমিক পান। এছাড়াও ভারত ও নেপালে অগণিত লাইভ শো এবং মিউজিক অ্যালবামের রয়্যালটি থেকে তাঁর নিয়মিত আয় হত।

সম্প্রতি তিনি ‘পাতাল লোক’ সিজন ২-এর মতো ওয়েব সিরিজে কাজ করে ডিজিটাল দুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছিলেন। জানা গিয়েছে, ২০২৫ সালে শুধুমাত্র সংগীত ও ডিজিটাল স্ট্রিমিং থেকে তাঁর সম্ভাব্য আয় ছিল প্রায় ৪.৫ হাজার থেকে ৮.৯ হাজার মার্কিন ডলার।

যদিও তাঁর মোট সম্পত্তির সঠিক খতিয়ান জনসমক্ষে আনা হয়নি, তবে ধারণা করা হয় যে প্রশান্ত তামাংয়ের মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। দার্জিলিং এবং দিল্লিতে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে বলে জানা গেছে। কেরিয়ারের বিভিন্ন সময়ে কেনা বেশ কিছু দামী গাড়িও তাঁর সংগ্রহের তালিকায় ছিল। আঞ্চলিক সংগীত, চলচ্চিত্র এবং রিয়েলিটি শো থেকে প্রাপ্ত আয় মিলিয়ে প্রশান্ত তামাং একটি স্থিতিশীল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। যদিও তাঁর আকস্মিক প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো আর্থিক মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়। তাঁর অনুরাগী ও পরিবারের কাছে তিনি আজীবন এক লড়াকু শিল্পী হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন।

নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
বাংলায় নিপা আতঙ্ক! উপসর্গ দেখা গেল আরও দু'জনের শরীরে
বাংলায় নিপা আতঙ্ক! উপসর্গ দেখা গেল আরও দু'জনের শরীরে
অতীত থেকে শিক্ষা! রুদ্ধদ্বার করেই হবে ইডি বনাম রাজ্যের শুনানি
অতীত থেকে শিক্ষা! রুদ্ধদ্বার করেই হবে ইডি বনাম রাজ্যের শুনানি
২ বছরের রেকর্ড ভাঙল সংক্রান্তিতে, আর কত শীত পড়বে?
২ বছরের রেকর্ড ভাঙল সংক্রান্তিতে, আর কত শীত পড়বে?