কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন প্রশান্ত তামাং?
প্রশান্ত তামাংয়ের আয়ের মূল উৎস ছিল সংগীত, চলচ্চিত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। বিভিন্ন সূত্র অনুযায়ী, নেপালি চলচ্চিত্র যেমন 'গোর্খা পল্টন', 'পরদেশি' এবং 'পরদেশি ২'-তে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা ও পারিশ্রমিক পান। এছাড়াও ভারত ও নেপালে অগণিত লাইভ শো এবং মিউজিক অ্যালবামের রয়্যালটি থেকে তাঁর নিয়মিত আয় হত।

গত ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। দার্জিলিংয়ের ছেলে প্রশান্তের প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকস্বব্ধ তাঁর অনুরাগীরা। প্রশান্তে চলে গেলেও, রেখে গিয়েছেন তাঁর অজস্র গান। কলকাতা পুলিশ কর্মী থেকে ইন্ডিয়ান আইডল বিজয়ী, এই প্রশান্ত কত সম্পত্তি রেখে গেলেন?
২০০৭ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে জয়ী হওয়ার পরই রাতারাতি তারকা হয়ে ওঠেন প্রশান্ত। সেই সময় পুরস্কার হিসেবে তিনি ১ কোটি টাকার নগদ অর্থ এবং একটি বিলাসবহুল গাড়ি পেয়েছিলেন, যা তাঁর আর্থিক ভিত শক্ত করতে বড় ভূমিকা রাখে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
প্রশান্ত তামাংয়ের আয়ের মূল উৎস ছিল সংগীত, চলচ্চিত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। বিভিন্ন সূত্র অনুযায়ী, নেপালি চলচ্চিত্র যেমন ‘গোর্খা পল্টন’, ‘পরদেশি’ এবং ‘পরদেশি ২’-তে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা ও পারিশ্রমিক পান। এছাড়াও ভারত ও নেপালে অগণিত লাইভ শো এবং মিউজিক অ্যালবামের রয়্যালটি থেকে তাঁর নিয়মিত আয় হত।
সম্প্রতি তিনি ‘পাতাল লোক’ সিজন ২-এর মতো ওয়েব সিরিজে কাজ করে ডিজিটাল দুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছিলেন। জানা গিয়েছে, ২০২৫ সালে শুধুমাত্র সংগীত ও ডিজিটাল স্ট্রিমিং থেকে তাঁর সম্ভাব্য আয় ছিল প্রায় ৪.৫ হাজার থেকে ৮.৯ হাজার মার্কিন ডলার।
যদিও তাঁর মোট সম্পত্তির সঠিক খতিয়ান জনসমক্ষে আনা হয়নি, তবে ধারণা করা হয় যে প্রশান্ত তামাংয়ের মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। দার্জিলিং এবং দিল্লিতে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে বলে জানা গেছে। কেরিয়ারের বিভিন্ন সময়ে কেনা বেশ কিছু দামী গাড়িও তাঁর সংগ্রহের তালিকায় ছিল। আঞ্চলিক সংগীত, চলচ্চিত্র এবং রিয়েলিটি শো থেকে প্রাপ্ত আয় মিলিয়ে প্রশান্ত তামাং একটি স্থিতিশীল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। যদিও তাঁর আকস্মিক প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো আর্থিক মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়। তাঁর অনুরাগী ও পরিবারের কাছে তিনি আজীবন এক লড়াকু শিল্পী হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন।
