
সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম দেবলীনা নন্দী এবং তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দী। তাঁদের জীবনধারা নিয়ে চর্চা হলেও, পড়াশোনা ও কেরিয়ারের ক্ষেত্রে দুজনেই বেশ মেধাবী। আকাশ ছোঁয়ার স্বপ্ন এবং সুরের ভুবন—এই দুই বিপরীতমুখী কেরিয়ারের পিছনে তাঁদের পরিশ্রমের খতিয়ান তুলে ধরা হল।
চন্দননগরের ছেলে, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী সেন্ট পলস স্কুল থেকে পড়াশুনো করেছেন প্রবাহ। পড়াশুনোয় ছিলেন একনম্বর। ছোট থেকেই ইচ্ছা ছিল আকাশে ওড়ার। পাইলট হওয়ার। নিজেকে প্রথম থেকে সেভাবেই তৈরি করেছিলেন প্রবাহ। তবে পড়াশুনোর পাশাপাশি ফুটবল ও ক্রিকেটও খেলতেন দারুণ। স্কুলের খেলার টিমে ছিলেন পাক্কা মোটিভেটর। স্কুলের গণ্ডিতে প্রচুর রেকর্ডও হাঁকিয়েছেন প্রবাহ। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার সঙ্গে যুক্ত পাইলট প্রবাহ নন্দী কেরিয়ারের শুরুতে মুম্বইয়ে কাটিয়েছেন। তারপর কলকাতা।
স্কুল জীবনের পর তিনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। একজন পাইলট হতে গেলে কয়েকশ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা এবং কঠিন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবাহ এই সব পরীক্ষাই ভাল নম্বরে পাস করেছেন।
অন্যদিকে, দেবলীনা নন্দী শুধুমাত্র একজন গায়িকা, অভিনেত্রী বা ইউটিউবার হওয়ার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি স্কুলের গণ্ডি পেরিয়ে স্নাতক ডিগ্রি পেয়েছেন তিনি। দেবলীনার লিঙ্কডিন প্রোফাইল থেকেই সেটাই জানা যায়। তবে পড়াশুনোর পাশাপাশি দেবলীনা শাস্ত্রীয় সংগীত এবং রবীন্দ্রসংগীতের ওপর বিশেষ তালিম নিয়েছেন। জোশ টকে এসে দেবলীনা জানিয়ে ছিলেন, তিনি খুব অল্প বয়স থেকেই সংসার সামলেছেন। বাবা অসুস্থ হওয়ার কারণে, ক্লাস এইট থেকেই সংসারের হাল ধরেছিলেন তিনি। তাঁর গায়কীর পিছনে দীর্ঘ বছরের সাধনা ও প্রশিক্ষণ রয়েছে, যা তাঁকে ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও তিনি যথেষ্ট দক্ষ।