রাত বিরেতে ওটা করতে পারতেন না ঋষি কাপুর! বাবা রাজ কাপুরকে স্পষ্ট কী জানিয়ে ছিলেন অভিনেতা?

ঋষি নিজেই বিভিন্ন সময়ে বাবার সঙ্গে তাঁর এক মানসিক দূরত্বের কথা অকপটে স্বীকার করেছেন। এমনকি তিনি বাবাকে 'সাহাব' বলে সম্বোধন করতেন, যা শ্রদ্ধার চেয়ে ভয় মিশ্রিত দূরত্বেরই ইঙ্গিত ছিল বেশি। তবে সম্প্রতি সামনে এল এক অবাক করা তথ্য— পেশাদার ঋষি কাপুর একবার খোদ বাবার সিনেমার প্রস্তাবই সটান ফিরিয়ে দিয়েছিলেন!

রাত বিরেতে ওটা করতে পারতেন না ঋষি কাপুর! বাবা রাজ কাপুরকে স্পষ্ট কী জানিয়ে ছিলেন অভিনেতা?

|

Jan 09, 2026 | 2:13 PM

বলিউড লেজেন্ড রাজ কাপুরের সঙ্গে তাঁর সুযোগ্য পুত্র ঋষি কাপুরের সম্পর্ক বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘মেরা নাম জোকার’, ‘ববি’ কিংবা ‘প্রেম রোগ’-এর মতো কালজয়ী ছবিতে একসঙ্গে কাজ করলেও, পর্দার বাইরের সমীকরণটা ছিল বেশ জটিল। ঋষি নিজেই বিভিন্ন সময়ে বাবার সঙ্গে তাঁর এক মানসিক দূরত্বের কথা অকপটে স্বীকার করেছেন। এমনকি তিনি বাবাকে ‘সাহাব’ বলে সম্বোধন করতেন, যা শ্রদ্ধার চেয়ে ভয় মিশ্রিত দূরত্বেরই ইঙ্গিত ছিল বেশি। তবে সম্প্রতি সামনে এল এক অবাক করা তথ্য— পেশাদার ঋষি কাপুর একবার খোদ বাবার সিনেমার প্রস্তাবই সটান ফিরিয়ে দিয়েছিলেন!

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এই পুরনো কিচ্ছাটি স্মৃতিচারণ করেছেন বিখ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। ঋষি কাপুরের সঙ্গে ‘দিল্লি ৬’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে মেহরা তুলে ধরেন এই অদ্ভুত গল্প।

মেহরার কথায়, যখন তিনি ‘দিল্লি ৬’-এর চিত্রনাট্য নিয়ে ঋষির কাছে যান, অভিনেতা তা সঙ্গে সঙ্গেই পছন্দ করে নেন। কিন্তু পরিচালকের মনে এক বড় ভয় ছিল। ছবির অধিকাংশ দৃশ্যই ছিল রাতের বেলা শ্যুট করার। মেহরা বলেন, “আমি শুনেছিলাম ঋষিজি রাতের শ্যুটিং একদম পছন্দ করতেন না।” যখন পরিচালক কাঁচুমাচু মুখে ঋষিকে জানান যে শ্যুটিং রাতে হবে, তখন অভিনেতা নিজের জীবনের এক মজার ঘটনা শোনান।

ঋষি কাপুর রসিকতা করে মেহরাকে বলেছিলেন, “এক পরিচালক ছিলেন, যাঁর নাম রাজ কাপুর। তিনি আমাকে একটি ছবির গল্প শোনান। সব ঠিক ছিল, কিন্তু শেষে তিনি জানান মাত্র ২-৩ দিনের জন্য রাতের শ্যুটিং করতে হবে। শুধুমাত্র ওই তিন রাতের শ্যুটিংয়ের ভয়ে আমি রাজ কাপুরের মতো পরিচালকের সিনেমা ছেড়ে দিয়েছিলাম! আর এখন তুমি এসে বলছ তোমার পুরো সিনেমাই রাতের সেটে?”

রাজ কাপুরের প্রতি ঋষির ভক্তি ছিল অপরিসীম, কিন্তু নিজের কাজের ধরণ ও আরামের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। মেহরা জানান, শেষ পর্যন্ত অবশ্য ঋষি কাপুর ‘দিল্লি ৬’ করতে রাজি হয়েছিলেন এবং সারারাত জেগে শ্যুটিংও করেছিলেন। তবে বাবার ছবির অফার ফিরিয়ে দেওয়ার এই ঘটনা প্রমাণ করে, রাজ কাপুরের কড়া শাসনের মধ্যে বড় হলেও নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ক্ষেত্রে ঋষি কাপুর ছিলেন যথেষ্ট সাহসী ও সোজাসাপ্টা।