হরিদ্বারে গিয়েও কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দিলেন না সানি-ববি?

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হরিদ্বারের হর কি প্য়ায়ারি ধর্মেন্দ্রর অস্থি নিয়ে হাজির সানি ও ববি। সঙ্গে ছিলেন সানির ছেলে করণ দেওলও। কিন্তু অস্থি নিয়ে গেলেও, ধর্মেন্দ্রর দেহাবশেষ গঙ্গায় বিসর্জন দেননি তাঁর দুই ছেলে। বরং অস্থি ভাসালেন তাঁর নাতি করণ।

হরিদ্বারে গিয়েও কেন ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দিলেন না সানি-ববি?
Dharmendra

|

Dec 05, 2025 | 1:01 PM

ধর্মেন্দ্র শেষকৃত্য়তে কেন এমন লুকোচুরি হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সানি দেওল বা ববি দেওল কেউই। এমনকী, ধর্মেন্দ্রর প্রয়াণের পর সোশাল মিডিয়ায় তাঁদের পক্ষ থেকে কোনও বার্তাও আসেনি। তবে গত মঙ্গলবার ববি ও সানিকে দেখা গিয়েছে হরিদ্বারে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হরিদ্বারের হর কি প্য়ায়ারি ধর্মেন্দ্রর অস্থি নিয়ে হাজির সানি ও ববি। সঙ্গে ছিলেন সানির ছেলে করণ দেওলও। কিন্তু অস্থি নিয়ে গেলেও, ধর্মেন্দ্রর দেহাবশেষ গঙ্গায় বিসর্জন দেননি তাঁর দুই ছেলে। বরং অস্থি ভাসালেন তাঁর নাতি করণ।

হরিদ্বারের এক পুরোহিত পুরো বিষয়টির আয়োজন করেছিলেন। সংবাদমাধ্যমে সেই পুরোহিত জানিয়েছেন, যেদিন ধর্মেন্দ্রর অস্থি ভাসাতে আসেন তাঁর দুই ছেলে সানি ও ববি, সেদিন দুজনেই মানসিক দিক থেকে এতটাই বির্পযস্ত ছিলেন যে তাঁরা অস্থি বিসর্জনের জন্য প্রস্তুত ছিলেন না। খুবই ভেঙে পড়েছিলেন দুজনে। সেই কারণেই অস্থি বিসর্জনের জন্য এগিয়ে আসেন ধর্মেন্দ্রর নাতি করণ দেওল। পুরোহিতে কথায়, নাতির হাতে দাদুর অস্থি বিসর্জন, হিন্দুশাস্ত্রে খুবই শুভ মানা হয়। তবে এদিন ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি হাজির থাকলেও, হেমা মালিনীর দুই মেয়ে এষা ও অহনা হাজির ছিলেন না।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। ধর্মেন্দ্রর প্রয়াণে সেই ম্যাজিকই হারাল বলিউড পর্দা। সামনেই মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র শেষ অভিনীত ছবি ইক্কিস। এই ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা।