দ্বিতীয় বউয়ের সঙ্গে বিচ্ছেদ! আবার প্রেমে পড়েছেন হিরো আলম? সুন্দরীর সঙ্গে ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2024 | 1:33 PM

Hero Alom: সপ্তম শ্রেণির গণ্ডিও পার করেননি তিনি। কিন্তু তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। যত না তাঁর কাজ নিয়ে প্রশংসা হয় তার চেয়েও বেশি বিতর্ক এবং সমালোচনা তাঁকে ঘিরে। কথা হচ্ছে বাংলাদেশি ইউটিউবার হিরো আলমের। প্রতিবারই কোনও না কোনও কারণে বিতর্কে জড়ান তিনি।

দ্বিতীয় বউয়ের সঙ্গে বিচ্ছেদ! আবার প্রেমে পড়েছেন হিরো আলম? সুন্দরীর সঙ্গে ভাইরাল ছবি

Follow Us

সপ্তম শ্রেণির গণ্ডিও পার করেননি তিনি। কিন্তু তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। যত না তাঁর কাজ নিয়ে প্রশংসা হয় তার চেয়েও বেশি বিতর্ক এবং সমালোচনা তাঁকে ঘিরে। কথা হচ্ছে বাংলাদেশি ইউটিউবার হিরো আলমের। প্রতিবারই কোনও না কোনও কারণে বিতর্কে জড়ান তিনি।

তবে হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শক মনে কৌতূহলের শেষ নেই। কর্মক্ষেত্রে তাঁকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন তাঁর ব্যক্তিগত জীবন বেশ বর্ণময়। অন্তত সূত্র এমনটাই বলছে। ব্যক্তিজীবনে অনেক বারই প্রেমে পড়েছেন তিনি। এরই মধ্যে এক মহিলার সঙ্গে ভাইরাল হয়েছে তাঁর ছবি। যে ছবি দেখে অনেকেই ধরে নিয়েছেন ইনিই বুঝি ভাইরাল ইউটিউবারের স্ত্রী। যদিও ভাইরাল ছবি প্রসঙ্গে হিরো আলম TV9 বাংলাকে জানিয়েছেন, ওই মহিলা তাঁর স্ত্রী বা প্রেমিকা নন। তিনি নিছকই এক ভক্ত। তাঁর সঙ্গে শুধু মাত্র ছবি তুলেছেন। কয়েক বছর আগে এমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল।

 

শোনা গিয়েছিল, স্ত্রী নুসরতের সঙ্গে অনেক দিন হল বিচ্ছেদ হয়েছে। তাঁর নাকি দুটি বিয়ে। নুসরত তাঁর দ্বিতীয় স্ত্রী। ২০১৯ সালে বিয়ে হয় তাঁদের। তাঁর প্রথম পক্ষের সন্তানও আছে। একসময় নুসরত জানিয়েছিলেন আলমের প্রথম পক্ষের স্ত্রীয়ের কথা তিনি জানতেন না। পরে তিনি নাকি জানতে পারেন প্রথম স্ত্রীকে ডিভোর্সও দেননি তিনি। শোনা যাচ্ছে, নুসরতের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে এ প্রসঙ্গে হিরো আলম এখনও কিছু জানাননি। শোনা যাচ্ছে, রিয়া মণির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর সঙ্গেই নাকি অনেক পারফরম্যান্স করেন তিনি।

Next Article