
গত বছর জুন মাসে আচমকাই টেলিপর্দার জনপ্রিয় মুখ হিনা খান জানতে পারেন, তাঁর শরীরে মারণরোগ ক্যানসার বাসা বেঁধেছে। যখন ধরা পড়ে এই রোগ, ইতিমধ্যেই কেটে গিয়েছিল ৩ টে দিন। দেরি করেননি অভিনেত্রী। ঝটপট শুরু করে দেন চিকিৎসা। কেমো থেরাপিও শুরু হয়ে যায় তাঁর। হিনা বুঝতে পারেন, খুব দ্রুত তিনি শারীরিক শক্তি হারাচ্ছেন। এমনকী, নিজের চুল কেটে নেড়া হয়ে যান হিনা। হারাতে শুরু করেন চোখের পালক। তবুও হারেননি। লড়াই চালিয়েই যাচ্ছেন।
ক্য়ানসার ধরা পড়ার পর থেকেই জীবনযাপনের প্রতিটি মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেন হিনা। এমনকী, কীভাবে এই কঠিন লড়াইয়ে হিনার সঙ্গে দিয়েছে, তাঁর প্রেমিক রকি,তাও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। তবে এবার এক সাক্ষাৎকারে হিনা জানালেন, ক্যানসারের চিকিৎসার প্রাথমিক শর্তই হল, যত দ্রুত রোগটা ধরা পড়ে, ততই সহজ হয় চিকিৎসা এবং ক্যানসার দূর করতে এটা খুবই প্রয়োজনীও।
#WATCH | Mumbai | On World Cancer Day, cancer survivor and actor Hina Khan says, “…When I was diagnosed with cancer, my treatment was started within 2-3 days. I know how important it is to not lose time. I want to thank the government’s initiatives like Ayushman Bharat. I have… pic.twitter.com/iQJ0isDCLC
— ANI (@ANI) February 4, 2025
এএনআইক সংবাদ সংস্থাকে হিনা জানিয়েছেন, ” আমার যেদিন ক্যানসার ধরা পড়ে, তার দু-তিনদের মধ্যেই চিকিৎসা শুরু হয়ে যায়। আমি একটা জিনিস বুঝতে পেরেছি। ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। ”
হিনা আরও বলেন, ”এই সময়টা অনেক সময়ই অবসাদ ঘিরে ধরে। তবে লড়াইয়ের অনুপ্রেরণা দরকার। আমার কাছে কাজটাই অনুপ্রেরণা। কাজ করার জন্যই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। লড়াইটা অবশ্যই কঠিন। তবে লড়াই তো করতেই হবে। মনকে শক্ত রাখাটাই সবচেয়ে জরুরি।”
সম্প্রতি গৃহলক্ষ্মী ধারাবাহিকে দেখা গিয়েছে হিনা খানকে। যেখানে এক হাউজওয়াইফের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।