
টলিপাড়া থেকে রাজনৈতিক মহল— গত এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিবাহ। একদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বিস্ফোরক সব অভিযোগ, আর অন্যদিকে সোশাল মিডিয়ায় নেটিজেনদের নীতি-পুলিশি, সব মিলিয়ে হিরণ ও হৃতিকার দাম্পত্য জীবনের শুরুটা বেশ ঝোড়ো। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এ বার শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোককে হাতিয়ার করে নতুন পোস্ট করলেন পেশায় মডেল ও অভিনেত্রী হৃতিকা গিরি।
বিতর্ক শুরু হওয়ার পর একবার আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেও পরে সেই পোস্ট মুছে দিয়েছিলেন হৃতিকা। তবে সম্প্রতি তাঁর নতুন অবতার দেখে চমকে গিয়েছেন অনেকেই। পরনে হলুদ শাড়ি, কপালে চন্দনের তিলক, শান্ত সমাহিত এক ছবি পোস্ট করে হৃতিকা লিখেছেন এক গভীর জীবনদর্শনের কথা। তাঁর বার্তায় উঠে এসেছে অহঙ্কার ত্যাগ এবং শুদ্ধ চিন্তার প্রসঙ্গ।
ইনস্টাগ্রামে লম্বা পোস্টে লেখেন, “জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকা প্রয়োজন। সততার সঙ্গে কাজ করতে হবে এবং জীবন থেকে অহঙ্কারকে চিরতরে বিদায় দিতে হবে।” এখানেই শেষ নয়, গীতার সারমর্ম টেনে তিনি আরও যোগ করেন, “কর্ম করো, ফলের আশা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। আত্মা অমর, কেবল শরীরটাই নশ্বর। ভাবনাচিন্তা যদি শুদ্ধ হয়, তবে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন নয়।”
হৃতিতার এই পোস্ট ঘিরেই এখন দানা বাঁধছে নতুন রহস্য। হিরণের প্রথম স্ত্রী যখন আইনি ও সামাজিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন, তখন ঋতিকার এই ‘অহঙ্কার ত্যাগের’ বার্তা কি আসলে অনিন্দিতার উদ্দেশেই? নাকি ক্রমাগত কটাক্ষে বিদ্ধ হয়ে নিজেকে শান্ত রাখতেই গীতার শ্লোকের আশ্রয় নিচ্ছেন তিনি?
উল্লেখ্য, হিরণ চট্টোপাধ্যায় এই গোটা বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, অনিন্দিতাও নতুন করে কোনও মন্তব্য করেননি। তবে হৃতিকার এই ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট বুঝিয়ে দিচ্ছে, বাইরে থেকে শান্ত মনে হলেও হিরণের অন্দরমহলে লড়াইটা এখনও জারি রয়েছে।