জ্যাকলিনকে আদুরে আবির মাখাচ্ছেন সুশান্ত, ভাইরাল হল পুরনো ভিডিয়ো

Mar 28, 2021 | 5:22 PM

ভিডিয়োতে সুশান্ত প্রাণচঞ্চল। নেই কোনও অবসাদের ছোঁয়া। মাথায় সাদা ফেট্টি বেঁধে, ফাগের রঙে নিজেকে রাঙিয়ে বিগ-বি'র আইকনিক গানের সঙ্গে নাচছেন সুশান্ত। কখনও আবার জ্যাকলিনকে আবিরও মাখিয়ে দিচ্ছেন তিনি। সুশান্ত নেই। কিন্তু রয়ে গিয়েছে তাঁর স্মৃতি।

জ্যাকলিনকে আদুরে আবির মাখাচ্ছেন সুশান্ত, ভাইরাল হল পুরনো ভিডিয়ো
সুশান্ত-জ্যাকলিন।

Follow Us

না থেকেও আছেন তিনি। ভক্তদের মনে, স্মৃতিতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুরনো ভিডিয়োতে। তিনি অর্থাৎ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। দোলের দিনে ভাইরাল হল অভিনেতার ২০১৬ সালের এক ভিডিয়ো।

ভিডিয়োতে সুশান্ত প্রাণচঞ্চল। নেই কোনও অবসাদের ছোঁয়া। মাথায় সাদা ফেট্টি বেঁধে, ফাগের রঙে নিজেকে রাঙিয়ে বিগ-বি’র আইকনিক গানের সঙ্গে নাচছেন সুশান্ত। কখনও আবার জ্যাকলিনকে আবিরও মাখিয়ে দিচ্ছেন তিনি। সুশান্ত নেই। কিন্তু রয়ে গিয়েছে তাঁর স্মৃতি।

 

গত ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। খুন না আত্মহত্যা? তা নিয়ে বিতর্ক এখনও জারি। দিন কয়েক আগে সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কৃতি শ্যানন। কৃতি বলেছিলেন, একটা সময়ের পর গোটা বিষয়টা এতটাই টক্সিক হয়ে গিয়েছিল যে তা থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কৃতি। কৃতির বক্তব্য, “চারদিকে এত কথা এত আলোচনা হচ্ছিল যে তাঁর অংশ হতে চাইনি আমি। এমনটা একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ সংবেদনশীল হওয়া ছেড়ে দিয়েছিল। গোটা বিষয়টার বিশ্লেষণ করে কারও সঙ্গে আমার অনুভূতি শেয়ার করার কথা মনে হয়নি। পাশপাশি যা আপানি বলতে চান, তা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বলতে পারেন। জোরে জোরে বলার থেকে সোশ্যাল মিডিয়াতেও তা বলতে পারেন।”

বিতর্ক চলবেই, কিন্তু এরই মাঝে আরও একবার ‘ফিরে এলেন’ সুশান্ত। ফিরে এল তাঁর ক্যারিশ্মা।

Next Article