
১০০ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই পড়লেন। ১০০ কিলোমিটার। বছরের শেষ রবিবার এই এতটা পথের সাক্ষী থাকলেন নবদম্পতি গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)। সাইকেল নিয়ে এতটা রাস্তা পাড়ি দিলেন তাঁরা। বন্ধুদের সঙ্গে জমিয়ে কাটল ছুটির দিন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন দেবলীনা।
এই সাইকেল রাইডে গৌরব-দেবলীনার সঙ্গী ছিলেন প্রযোজক মহেন্দ্র সোনি, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো ইন্ডাস্ট্রির সদস্যরা। দেবলীনা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘২০২০-র শেষ রবিবার স্মরণীয় করার জন্য আমরা কিছু করতে চেয়েছিলাম। সে কারণেই ১০০ কিলোমিটার সাইকেল চালালাম। কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কিন্তু এটা আমরা নিজেদের উপহার দিয়েছি। একটা নতুন দল। নতুন অভ্যেস। নতুন বন্ধু। রবিবার সকালে সাইকেল চালানোর জন্য শনিবার রাতে মদ্যপানের অভ্যেসও ত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেবলীনা।’
গৌরব এবং দেবলীনা দুজনেই ফিটনেস ফ্রিক। করোনা আতঙ্ক এবং লকডাউনের আগে জিমে একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল চালানো অভ্যেস করেন তাঁরা। বিয়ের প্রায় সপ্তাহব্যপী অনুষ্ঠানের পর মধুচন্দ্রিমায় দার্জিলিং গিয়েছিলেন দম্পতি। ফিরেই ফের পুরনো রুটিন শুরু করেছেন।
আরও পড়ুন, মামারবাড়িতে তৃণার আইবুড়ো ভাত, দেখুন সেলিব্রেশনের ছবি