কীভাবে কাছাকাছি আসেন প্রশ্মিতা-অনুপম? কে প্রথম বলেন, ‘ভালবাসি?’

Anupam Roy-Prashmita Paul: গানের মধ্যে দিয়ে ভালবাসার কথা ব্যক্ত করতে পারেন অনুপম রায়। একাধিক রোম্যান্টিক গানের সৃষ্টিকর্তা তিনি। কিন্তু প্রেম প্রস্তাব দেওয়ার সময় সদ্য বিবাহিতা স্ত্রী গায়িকা প্রশ্মিতা পালকে কী বলেছিলেন অনুপম। রইল সেই কাহিনি...

|

Mar 03, 2024 | 1:10 AM

1 / 8
ছবিতে যাঁকে দেখছেন, তিনি গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের সদ্য বিবাহিতা স্ত্রী প্রশ্মিতা পাল। তাঁকেই ২ মার্চ, ২০২৪ বিয়ে করেছেন গায়ক।

ছবিতে যাঁকে দেখছেন, তিনি গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের সদ্য বিবাহিতা স্ত্রী প্রশ্মিতা পাল। তাঁকেই ২ মার্চ, ২০২৪ বিয়ে করেছেন গায়ক।

2 / 8
এই প্রথম নয়, অনুপমের আগেও আরও দু'বার বিয়ের আইনি কাগজে সই করেছিলেন অনুপম। একজন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠী। অন্যজন গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী।

এই প্রথম নয়, অনুপমের আগেও আরও দু'বার বিয়ের আইনি কাগজে সই করেছিলেন অনুপম। একজন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠী। অন্যজন গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তী।

3 / 8
দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে অনুপমের। সেই সম্পর্ক গড়িয়ে যায় প্রেমে।

দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে অনুপমের। সেই সম্পর্ক গড়িয়ে যায় প্রেমে।

4 / 8
পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর প্রশ্মিতা পালের সঙ্গে বিগত এক বছর ধরে সম্পর্কে আছেন অনুপম।

পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর প্রশ্মিতা পালের সঙ্গে বিগত এক বছর ধরে সম্পর্কে আছেন অনুপম।

5 / 8
একসময় মনে হয় তাঁদের, এবার সম্পর্কটাকে নতুন মোড়ক দেওয়া দরকার। প্রাপ্ত বয়স্ক দুই শিল্পী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

একসময় মনে হয় তাঁদের, এবার সম্পর্কটাকে নতুন মোড়ক দেওয়া দরকার। প্রাপ্ত বয়স্ক দুই শিল্পী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

6 / 8
কিন্তু কে কাছে আসে প্রথমে? কার প্রাণ প্রথমে বলে, 'ভালবাসি'...

কিন্তু কে কাছে আসে প্রথমে? কার প্রাণ প্রথমে বলে, 'ভালবাসি'...

7 / 8
কারওই না। এই সম্পর্কে কেউ নাকি কাউকে প্রেম প্রস্তাবই দেননি। সম্পর্কটা নিজে থেকেই গড়িয়ে যায় প্রেমে। মুখে বলার আর দরকারই পড়েনি।

কারওই না। এই সম্পর্কে কেউ নাকি কাউকে প্রেম প্রস্তাবই দেননি। সম্পর্কটা নিজে থেকেই গড়িয়ে যায় প্রেমে। মুখে বলার আর দরকারই পড়েনি।

8 / 8
তারপর বিয়েটা হল ২ মার্চ। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে বিয়ে হয়েছে দুই তারকার। পরিবারের ঘনিষ্ঠজন এবং কিছু বন্ধুর উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।

তারপর বিয়েটা হল ২ মার্চ। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে বিয়ে হয়েছে দুই তারকার। পরিবারের ঘনিষ্ঠজন এবং কিছু বন্ধুর উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।