বাংলা সিরিয়ালের ‘গোয়েন্দা গিন্নি’ তিনি, আবার ‘শ্রীময়ী’ও তিনিই (এই দুই সিরিয়ালেরই মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী হালদার)। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার দারুণ অভিনেত্রী। একথা একবাক্যে স্বীকার করে নেন দর্শক। তিনি বেশ খোলামেলা কথাও বলেন। তবে মাঝবয়সি হলেও অভিনেত্রীর মনের মধ্যে লুকিয়ে রয়েছেন এক কিশোরী। সেই কিশোরী প্রেমে পড়েন, আবার প্রেমে ওঠেনও। সামনেই ভ্যালেন্টাইনস ডে, প্রেমদিবস। ওই একই দিনে পড়েছে সরস্বতী পুজোর তিথি। সরস্বতী পুজো আবার বাঙালির ভ্যালেন্টাইনস ডে। তার আগেই জেনে নেওয়া যাক ইন্দ্রাণী হালদারের জীবনের প্রেম পর্ব কেমন ছিল?
সুন্দরীরা এমনিতেই অনেক প্রেম প্রস্তাব পেয়ে থাকেন। আর অভিনেত্রী হলে তো কথাই নেই। ভূরি-ভূরি প্রোপোজ়াল আসে তাঁদের কাছে। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার TV9 বাংলাকে একবার বলেছিলেন, “আমাকে সরাসরি এসে কেউ বলে না। যাঁকে পাত্তা দেওয়ার হয় দিই। যাঁকে পাত্তা দেওয়ার হয় না, ভাইফোঁটায় নেমন্তন্ন করে দিই। এই প্র্যাকটিসটা ছোট থেকেই। তবে ছোটবেলায় যাঁকে ভাইফোঁটা দিয়েছি, তাঁর সঙ্গেও হাত ধরাধরি করে ঘুরেছি। এসব ক্ষেত্রে বাঁ হাতে ভাইফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতাম।”
স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন? জানিয়েছেন ইন্দ্রাণী। জানিয়েছিলেন, তাঁর স্বামীরও অনেক বান্ধবী আছেন। তিনি খুবই স্পোর্টিং। প্রেম ভেঙে গেলে স্বামীই এগিয়ে এসে তাঁর চোখের জল মুছিয়ে দেন।