স্ত্রীর মৃত্যু হতে না-হতেই সেই বছরেই শ্রীদেবীকে বিয়ে বনি কাপুরের, দু’জনের মধ্যে বয়সের ফারাক জানেন?

Sridevi-Boney Kapoor: বলিউডের অন্যতম জুটি বনি কাপুর এবং শ্রীদেবী। প্রথম স্ত্রী মোনার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বনি। সে সময় তিনি সম্পর্কে জড়িয়েছিলেন অন্যতম সফল অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে। যে বছর মোনার মৃত্যু হয়, সেই বছরই শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি।

স্ত্রীর মৃত্যু হতে না-হতেই সেই বছরেই শ্রীদেবীকে বিয়ে বনি কাপুরের, দু'জনের মধ্যে বয়সের ফারাক জানেন?
বনি-শ্রীদেবী।
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 4:27 PM

বলিউডের অন্যতম জুটি বনি কাপুর এবং শ্রীদেবী। প্রথম স্ত্রী মোনার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বনি। সে সময় তিনি সম্পর্কে জড়িয়েছিলেন অন্যতম সফল অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে। যে বছর মোনার মৃত্যু হয়, সেই বছরই শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি। শ্রীদেবীর পরিবারও বনির সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিলেন। বনির তখন প্রথম সংসার থেকে দুটি সন্তান–অংশুলা এবং অর্জুন। শ্রীদেবীকে বিয়ের পর তাঁর সঙ্গে সুখের সংসার তৈরি হয় বনির। জন্ম হয় তাঁদের দুই কন্যাসন্তান জাহ্নবী এবং খুশির। জানেন কি, শ্রীদেবীকে বিয়ে করার সময় কত বয়স ছিল বনির?

১৯৫৫ সালে জন্ম হয় বনি কাপুরের। শ্রীদেবীকে তিনি বিয়ে করেন ১৯৯৬ সালে। ১৯৬৩ সালে জন্ম শ্রীদেবীর। সে সময় তাঁর বয়স ছিল ৩৩ আর বনির বয়স ৪১ বছর। নিজের থেকে বয়সে ৮ বছরের বড় এক পুরুষকে বিয়ে করেছিলেন শ্রীদেবী। কিন্তু বয়সের এই ব্যবধান কখনওই তাঁদের সম্পর্কে দেওয়াল তৈরি করতে পারেনি। বরং ৮ বছরের বড় হওয়ার কারণে বনিকে সম্মান করেছেন শ্রীদেবী।

২০১৮ সালে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন শ্রীদেবী। ঠিক তার আগেই ‘মমি’ ছবির শুটিং শেষ করেছিলেন তিনি। বিয়েবাড়ি শেষ করে দুবাইয়ে নিজের হোটেলে ফিরেছিলেন অভিনেত্রী। তারপর ভোররাতে হোটেলের সুইটে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। তাঁর মৃত্যুর এই রহস্য আজও অজানাই।