
হৃত্বিক রোশন ও সুজান খান। কেরিয়ার শুরুর পরই বাজে বিয়ের সানাই। হত্বিক রোশন ও সুজন খান, বহু বছরের সম্পর্ক তাঁদের। একে অন্যকে মন দিয়েছিলেন বহু আগে। তারপর বাজে বিয়ের সানাই। তবে দীর্ঘ দিনের সেই সম্পর্ক ২০০০ সালে পূর্ণতা পায়। তাঁদের দুই সন্তানও রয়েছে। টানা ১৪ বছরের সংসার এই জুটির, ২০১৪ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা মন ভেঙে ছিল ভক্তদের। তবে এই বিচ্ছেদ দূরত্ব বাড়ায়নি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন জুটি। হৃত্বিক রোশন ও সুজনকে বর্তমানে প্রায়ই একসঙ্গে দেখা যায়। যদিও তাঁরা এখন নতুন সম্পর্কে রয়েছেন। তবে প্রথম থেকেই তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে একটাই জল্পনা তুঙ্গে। সুজন খান খোরপোশ বাবদ হৃত্বিকের থেকে চেয়েছিলেন ৪০০ কোটি টাকা। যে টাকা নেহাতই কম নয়। যদিও শোনা যায় হৃত্বির রোশন সেই পরিমাণ টাকা দিয়ে উঠতে পারেননি, পরবর্তীতে ৩৭৮ কোটি টাকায় সেই বিবাহ বিচ্ছেদ হয়।
তবে বিচ্ছেদের কিছুদিনের মধ্যে আবারও কাছাকাছি আসেন তাঁরা। দুই ছেলের মুখের দিকে তাকিয়ে তাঁরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন। কখনও ট্রিপ, কখনও আবার পরিবারের সকলকে নিয়ে ডিনার ডেট। প্রতিটা মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা গেলেও, তাঁদের জীবনে প্রেম বর্তমান, যদিও মনের মানুষ আলাদা আলাদা। হৃত্বিকের মনে সাবা আর সুজানের মনে আরসালানের ঠাঁই। তবে এবার পাশাপাশি আবারও এলেন তাঁরা। তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? না, সেই পুরোনো শর্তেই তাঁরা একে অপরের পাশে দাঁড়ালেন। ছেলে স্নাতক পাশ করেছে। আর সেই সেলিব্রেশনেই সামিল হলেন হৃত্বিক সুজান। দুজোনকে পাশাপাশি দেখে আরও একবার নষ্ট্যালজিয়া ভক্তরা।