
দেখতে দেখতে উৎসবের মরশুম হাজির। বড়দিন থেকে শুরু করে নতুন বছর, একের পর এক ছুটির দিন তালিকায়। অধিাংশই এই সময়টা একটু বিশেষভাবে কাটাতে পছন্দ করে থাকেন। কেউ দিনভর উৎসবে গা ভাসান, কেউ পিকনিক, কেউ আবার ডিনার ডেট, সিনেমা দেখা। এখানেই শেষ নয়, পাশাপাশি কাছেপিঠে কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্রবণতাও থাকে ব্যপক। দেশ থেকে বিদেশ কেউ পরিবারের সঙ্গে বেরিয়ে পড়ছেন, কেউ আবার বন্ধু কিংবা বিশেষ মানুষের সঙ্গে পা বাড়াচ্ছেন। বলিউড সেলেবরাই তালিকার বাইরে নন। তাঁরাও পাল্লা দিয়ে বর্ষবরণে বাইরে যাওয়া শুরু করে দিয়েছেন। অনন্যা পাণ্ডে, সুহানা খান প্রমুখেরা পাড়ি দিয়েছেন বিদেশের পথে। এবার সেই তালিকায় নাম লেখাতে গিয়ে বিপদে পড়তে হল হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। যে ছবি ভাইরা হতেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রাতারাতি।
ঠিক কী ঘটে?
সুজান খান তাঁর প্রেমিকের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। পরিকল্পনা মাফিক বিমানবন্দরেও পৌঁছিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ তাঁদের সেখানে ঢুকতেই দেওয়া হল না। কোথায় ছিল ভুল? তাঁরা নাকি পাসপোর্ট আনতেই ভুলে গিয়েছিলেন। যার ফলে সিকিউরিটি চেকিং-এর সময় তাঁদের আটকে দেওয়া হয়। আর পাপারাৎজিদের ক্যামেরায় এই ভিডিয়ো পোস্ট হতেই সকলের নজরের কেন্দ্রে তা জায়গা করে থাকে। আর সেখান থেকেই শুরু ট্রোলের বন্যা। একের পর এক কটাক্ষের ঝড় বইতে থাকে। এক নেটিজ়েন মজা করে লিখেই ফেললেন, ‘কৃষকে বলুন, এসে পৌঁছে দেবে।’ হৃত্বিক রোশনের কৃষ ছবির এই চরিত্র সাধারণের সাহায্যে বারবার হাত বাড়িছেন। এবার প্রাক্তন স্ত্রীর জন্য তি্নি হাজির হবেন না? ব্যঙ্গের ছলে আক্রমণ করল নেটপাড়া।