৫১-তে পা হৃত্বিকের, জানেন কত সম্পত্তির মালিক অভিনেতা?

দেখতে দেখতে বলিউডে দুই দশকের বেশি সময় পার করে ফেললেন এই কিংবদন্তি অভিনেতা ও নৃত্যশিল্পী। আজ তাঁর ৫২তম জন্মদিন। এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক হৃতিকের বিপুল সম্পত্তি এবং তাঁর যাপনের কিছু অজানা তথ্য।

৫১-তে পা হৃত্বিকের, জানেন কত সম্পত্তির মালিক অভিনেতা?

|

Jan 10, 2026 | 5:30 PM

২০০০ সালে ‘কহো না… পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই বক্স অফিসে ঝড় তুলে রাতারাতি মহাতারকা হয়ে উঠেছিলেন হৃতিক রোশন। দেখতে দেখতে বলিউডে দুই দশকের বেশি সময় পার করে ফেললেন এই কিংবদন্তি অভিনেতা ও নৃত্যশিল্পী। আজ তাঁর ৫২তম জন্মদিন। এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক হৃতিকের বিপুল সম্পত্তি এবং তাঁর যাপনের কিছু অজানা তথ্য।

হৃতিক রোশন বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম ধনী এবং প্রভাবশালী তারকা। ‘জিকিউ ইন্ডিয়া’র (GQ India) প্রতিবেদন অনুযায়ী, হৃতিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩,১০০ কোটি টাকা। আশ্চর্যের বিষয় হলো, এই আয়ের নিরিখে তিনি সালমান খান কিংবা আলিয়া ভাটের মতো তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন। শুধুমাত্র অভিনয় নয়, রিয়েল এস্টেট এবং ব্যবসায়িক বুদ্ধিতেও তিনি অনন্য।

হৃতিকের আবাসন নিয়ে চর্চা হয় সারা বছর। মুম্বইয়ের জুহু-ভারসোভা লিঙ্ক রোডে একটি সুবিশাল ডুপ্লেক্স রয়েছে তাঁর, যা গ্রিসের স্যান্তোরিনি (Santorini) আদলে তৈরি। রিপোর্ট অনুযায়ী, সেখানে ১৪, ১৫ এবং ১৬ তলা জুড়ে ৩৮,০০০ বর্গফুটের একটি পেন্টহাউস রয়েছে হৃতিকের। এই বাড়ি থেকে আরব সাগরের এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।

প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই সম্পত্তিটিকে অনেকে ‘আকাশের ম্যানশন’ বলে অভিহিত করেন। পেন্টহাউসে ১০টিরও বেশি গাড়ি রাখার পার্কিং সুবিধা রয়েছে। এছাড়াও লোনাভলায় ৭ একর জায়গা জুড়ে একটি বাগানবাড়ি রয়েছে অভিনেতার।

বলিউড ক্যারিয়ারের পাশাপাশি হৃতিক একজন সফল ব্যবসায়ীও বটে। তাঁর নিজস্ব স্পোর্টস ব্র্যান্ড (HRX) বর্তমানে সাফল্যের তুঙ্গে। ‘জিকিউ’-এর রিপোর্ট অনুযায়ী, তাঁর এই ব্র্যান্ডের বাজারমূল্য এখন প্রায় ৭,৩০০ কোটি টাকা। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পোশাক ও শরীরচর্চার সামগ্রী পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে এই ব্র্যান্ডকে জনপ্রিয় করে তুলেছেন তিনি।

বিলাসবহুল গাড়ি সংগ্রহের নেশা হৃতিকের বহুদিনের। তাঁর গ্যারেজের শোভা বাড়াচ্ছে বিশ্বের সবথেকে দামী সব গাড়ি।

রোলস-রয়েস ঘোস্ট সিরিজ ২: যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

মার্সিডিজ-মেব্যাচ S600: যার দাম প্রায় ২.৭০ কোটি টাকা।

মাসেরতি স্পাইডার: প্রায় ২.৫১ কোটি টাকার এই স্পোর্টস কারটিতে রয়েছে ফেরারির তৈরি শক্তিশালী ইঞ্জিন।