রামনবমীর অনুষ্ঠানে গোমাংস-মদ্যপান! বিতর্কের ঝড়ে চুপ হৃত্বিক রোশন

‘রঙ্গোৎসব’ নামে সেই অনুষ্ঠানকে ঘিরেই এবার তীব্র সমালোচনার ঝড়। অভিযোগ, অনুষ্ঠানে খাবারের পদে ছিল গোমাংস এবং মদ। যা নিয়ে হিন্দু ধর্মের মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রামনবমীর অনুষ্ঠানে গোমাংস-মদ্যপান! বিতর্কের ঝড়ে চুপ হৃত্বিক রোশন

Apr 11, 2025 | 3:55 PM

রামনবমীর দিনে আমেরিকার হিউস্টনে হৃত্বিক রোশনের অনুরাগীদের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন বলিউড তারকা। দিনটা ছিল ৬ এপ্রিল। ‘রঙ্গোৎসব’ নামে সেই অনুষ্ঠানকে ঘিরেই এবার তীব্র সমালোচনার ঝড়। অভিযোগ, অনুষ্ঠানে খাবারের পদে ছিল গোমাংস এবং মদ। যা নিয়ে হিন্দু ধর্মের মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কী অভিযোগ ওঠে?

জনপ্রিয় কলামিস্ট বিবেক বনশল সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই থাকা এক ছবিতে দেখা যায়, অনুষ্ঠানের মেনুতে ‘Beef Samosa’-র উল্লেখ রয়েছে। অন্য এক ভিডিয়োতে দেখা যায়, এই অনুষ্ঠানের এক অতিথি মদ কিনে খাচ্ছেন। যেখানে পিছন থেকে শোনা যাচ্ছে রামভজন। যা চোখে পড়তেই বিবেক বনশল ক্ষোভ প্রকাশ করে লেখেন, “শ্রীরাম নবমীর দিনে গোমাংস ও মদ সহযোগে অনুষ্ঠান! এটা শুধুই অবমাননা নয়, নিরাপত্তার দিক থেকেও হুমকি।”

এই বিষয় সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে অনুষ্ঠানের আয়োজক রেহান সিদ্দিকিকে ঘিরে। বিবেক বনশল দাবি করেছেন, রেহান পাকিস্তানের নাগরিক, যিনি ভারতে ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টেড, তাকে কেন্দ্র করে। বনশল লেখেন, “ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট করছে। যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁদের জবাবদিহি করতেই হবে।”


শোনা যাচ্ছে যে, অনুরাগীরা হৃতিকের সঙ্গে দেখা ও ছবি তোলার সুযোগ পেতে প্রায় ১.২ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু অনুষ্ঠানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তাঁদের সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে হৃতিক রোশন বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।