‘কনটেন্ট’ ছবির পোস্টার বয় তিনি। আয়ুষ্মান খুরানা। তিনি নিজের নাম এমন সব সিনেমার সঙ্গে জুড়েছেন যা বারবার প্রমাণ করেছে তিনি ঝুঁকি নিতে ভালবাসেন। এমন সব ছবি যার বাজেট কম হলেও বিষয়বস্ত তাক লাগিয়ে দেয়। এক নতুন পরিভাষার জন্ম দিয়েছে মিস্টার খুরানা ‘আয়ুষ্মান খুরান জঁর’। ‘বড় ছবি’ প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেতা।
আরও পড়ুন স্ক্রিন জুড়ে বই-মলাট, সাক্ষী থাকল বইপ্রেমী কলকাতা
আয়ুষ্মান বললেন, “আমি কখনও বড় বাজেট, স্কেল অথবা মাউন্টিং দেখে ছবি নির্বাচন করিনি। আমি সবসময় ছবির কনটেন্ট দেখে ছবি বেছেছি। আমার কাছে সেটাই বড় ছবি যার কনটেন্ট গুরুত্বপূর্ণ। একটি বড় ছবি এমন সব বিষয় নিয়ে কথা বলবে যা জাতীয় স্তরে বেশি মানুষের কাছে আলোচলা এবং উদ্বেগের কারণ হয়ে উঠবে।”
আয়ুষ্মান আরও বলেন, “একটি বড় ফিল্মের উচিত আমাদের মধ্যে চিন্তাধারা উস্কে দেওয়া, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা এবং এমন বিষয়গুলোর সমাধান খুঁজে বের করা যা মানুষ এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আমি ক্যামেরা লেন্সের সর্বদা সদ্ব্যবহার করছি এবং আমি যে ফিল্মগুলো নির্বাচন করেছি তা নিয়ে আমি খুশি। এবং ইন্ডাস্ট্রির সবচেয়ে ভাল ফিলগুলোর বিষয়বস্তু নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।”
বিষয়বস্তুর ভিত্তিতে যে সমস্ত ফিল্ম আয়ুষ্মান বেছেছেন তা প্রশংসা পেয়ে এসেছে। অভিনেতা বলেন, “ফিল্মের মাধ্যমে আমি এমন সব বিষয় নিয়ে কথা বলি যা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও তারা বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং তা দূরে সরিয়ে রাখে। আর আমার কাছে বিষয়গুলো ফ্রেশ, মাল্টি লেয়ার্ড এবং অনন্য। আজ, দর্শক শুধুমাত্র নতুন, ছক ভাঙা বিষয় দেখতে পছন্দ করে। একজন এন্টারটেনার হিসেবে আমার ক্রমাগত এই লক্ষ্য থাকবে সেটার চেষ্টা করা এবং তাদের থেকে দারুণ প্রতিক্রিয়া পাওয়া।”