
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের একের পর এক ছবি বড় পর্দায় আসছে। ‘পারিয়া’, ‘অমর সঙ্গী’ দর্শকদের অন্য ধরনের ছবি উপহার দিয়েছে। এবার আসছে বিক্রম অভিনীত ছবি ‘রাস’। পরিচালক তথাগত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। তথাগত ও বিক্রমের জুটি দর্শকদের পছন্দের। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা থাকে বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রণজয় বিষ্ণু প্রমুখ। এই ছবি নিয়ে Tv9 বাংলার আড্ডায় উঠে বিক্রমের ব্যক্তিগত জীবন। টলিপাড়ার চিরকুমার সভার একজন সদস্য। অনস্ক্রিন বিভিন্ন নায়িকার সঙ্গে প্রেম চোখে পড়লেও রিয়েল লাইফে কি প্রেম করছেন বিক্রম? বিয়ে কবে করবেন? এর উত্তরে হেসে অভিনেতার উত্তর, ” আমি এই মুহুর্তে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত। প্রেম করার সময়ই নেই। প্রেম করতে গেলেও একটা সময় দিতে হবে, তাই এখন প্রেম নিয়ে ভাবছিনা। আর বিয়ে করলেও সেটা খুব তাড়াহুড়ো করবোনা । কারণ আমি মনে করি বিয়ে একবারই হবে ।আর বিয়ে করলে সেটাই সারাজীবন পালন করব। ”
প্রসঙ্গত, ‘রাস’ ছবির গল্প মূলত একান্নবর্তী পারিবারিক গল্প। বিক্রমের মতে কলকাতাতে বড় হলেও যে পাড়ায় তিনি বড় হয়েছেন,সেখানে পাড়া কালচার রয়েছে। বাড়িতে মায়ের হাতে মার খেলে পাশের বাড়ির কাকিমা বাঁচাতে আসতেন। তমনই পাড়া প্রেমও হয়েছে। কেমন সেই প্রেম, উত্তরে বিক্রম বললেন, ” ছোট বেলায় তখন তৃতীয় শ্রেনী বা চতুর্থ শ্রেনী। টিনের ভ্যানে করে স্কুলে যেতাম, সেখানেই সহপাঠীর সঙ্গে যাতায়াত, ভিলোবাসা। তবে সেই অনুভূতি তখন বুঝতাম না। সেই ছিল বেস্ট ফ্রেন্ড। ”
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের কথায় তাঁর বর্তমান প্রেম অবশ্যই সিনেমা। আগামী দিনে প্রযোজনাতেও আসতে পারেন, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন অভিনেতা। তবে বিক্রম চট্টোপাধ্যায়ের ফ্যানদের নজর থাকবে ভবিষ্যতে কার হাত ধরে সারাজীবন কাটাতে চান নায়ক। আপাতত ‘ রাস’ ছবির ত্রিকোন প্রেম নিয়ে দর্শকদের সামনে আসছেন বিক্রম।