Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় আট বছর হতে চলল। আট বছরে পঁচিশটি ছবিতে অভিনয় করে ফেলছেন অভিনেতা Mohammed Zeeshan Ayyub। রাজ কুমার গুপ্তার ছবি ‘No one killed Jessica’ ছবিতে পর্দায় পা রাখেন জীশান। আর থেমে থাকেননি। ‘তানু ওয়েডস মান্নু’, ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘শাহিদ’, ‘ঠগস অফ হিন্দোস্তান’, ‘ছালাং’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
আরও পড়ুন ব্যান করুন কফি উইদ করণ, নেটিজেনের দাবি
তবে একটা সমস্যার সম্মুখীন তাঁকে বারবার হতে হয়েছে। প্রতিটি ছবিতেই তিনি পার্শ্ব চরিত্র অভিনয় করেছেন। কখনও তিনি মুখ্য চরিত্রের বন্ধু তো কখনও তাঁর ঘনিষ্টের চরিত্রে দেখা গিয়েছে জীশানকে।
Rajkumar Rao অভিনীত ‘ছালাং’-এ এক ভিন্ন চরিত্রে অভিনয় করলেন জীশান। সমালোচকদের একাংশের দাবি, অভিনয়ের দিক থেকে জীশান বেশ কড়া টক্কর দিয়েছেন রাজকুমারকে। বারবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েও তাঁকে কোনও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জীশান বলেন, “আমি সব দিক ভেবেই ওরকম সব চরিত্রে অভিনয় করার থেকে মুখ ফিরিয়েছি, কারণ দর্শক খুব তাড়াতাড়ি টাইপকাস্ট করে ফেলে। হিরো বন্ধুর চরিত্রগুলো দর্শককে সিনেমার বিষয় বিস্তারিতভাবে বোঝাতে এক ধরণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। একটা সময়ের পর আমি ভীষণভাবে লেয়ার্ড রোল খুঁজছিলাম, যা আমাকে সিনেমায় ভ্যালু অ্যাড করতে সাহায্য করবে।”
ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন শুধু নতুন অভিনেতাদের কাজের সুযোগ নয়, তাঁদের নিজের অভিনয়দক্ষতা প্রকাশের সুযোদও দিচ্ছে। এই প্রসঙ্গে জীশান বলেন, “আমি ‘এ সিম্পল মার্ডার’ ওয়েব সিরিজে যে চরিত্রে অভিনয় করেছি তার অনেক স্তর ছিল। হিউমার ছিল। নিজেদের অভিনয়দক্ষতা প্রদর্শন করতে ওটিটি প্ল্যাটফর্ম অনেকটা স্পেস দেয়। এটি একেবারে তারকাখচিত প্ল্যাটফর্ম নয়। মাত্র চার থেকে পাঁচটি চরিত্রে একটি ওয়েব সিরিজ সীমাবদ্ধ নয়। আপনার দক্ষতা প্রদর্শন করার স্পেস অনেক বেশি।”
‘এ সিম্পল মার্ডার’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শচীন পাঠক। অভিনয় করেছেন মহম্মদ জীশান আয়ুব, প্রিয়া আনন্দ, অমিত সিয়াল এবং সুশান্ত সিং।
Tv9 বাংলা ডিজিটাল: অভিনেতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় আট বছর হতে চলল। আট বছরে পঁচিশটি ছবিতে অভিনয় করে ফেলছেন অভিনেতা Mohammed Zeeshan Ayyub। রাজ কুমার গুপ্তার ছবি ‘No one killed Jessica’ ছবিতে পর্দায় পা রাখেন জীশান। আর থেমে থাকেননি। ‘তানু ওয়েডস মান্নু’, ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘শাহিদ’, ‘ঠগস অফ হিন্দোস্তান’, ‘ছালাং’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
আরও পড়ুন ব্যান করুন কফি উইদ করণ, নেটিজেনের দাবি
তবে একটা সমস্যার সম্মুখীন তাঁকে বারবার হতে হয়েছে। প্রতিটি ছবিতেই তিনি পার্শ্ব চরিত্র অভিনয় করেছেন। কখনও তিনি মুখ্য চরিত্রের বন্ধু তো কখনও তাঁর ঘনিষ্টের চরিত্রে দেখা গিয়েছে জীশানকে।
Rajkumar Rao অভিনীত ‘ছালাং’-এ এক ভিন্ন চরিত্রে অভিনয় করলেন জীশান। সমালোচকদের একাংশের দাবি, অভিনয়ের দিক থেকে জীশান বেশ কড়া টক্কর দিয়েছেন রাজকুমারকে। বারবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েও তাঁকে কোনও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জীশান বলেন, “আমি সব দিক ভেবেই ওরকম সব চরিত্রে অভিনয় করার থেকে মুখ ফিরিয়েছি, কারণ দর্শক খুব তাড়াতাড়ি টাইপকাস্ট করে ফেলে। হিরো বন্ধুর চরিত্রগুলো দর্শককে সিনেমার বিষয় বিস্তারিতভাবে বোঝাতে এক ধরণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। একটা সময়ের পর আমি ভীষণভাবে লেয়ার্ড রোল খুঁজছিলাম, যা আমাকে সিনেমায় ভ্যালু অ্যাড করতে সাহায্য করবে।”
ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন শুধু নতুন অভিনেতাদের কাজের সুযোগ নয়, তাঁদের নিজের অভিনয়দক্ষতা প্রকাশের সুযোদও দিচ্ছে। এই প্রসঙ্গে জীশান বলেন, “আমি ‘এ সিম্পল মার্ডার’ ওয়েব সিরিজে যে চরিত্রে অভিনয় করেছি তার অনেক স্তর ছিল। হিউমার ছিল। নিজেদের অভিনয়দক্ষতা প্রদর্শন করতে ওটিটি প্ল্যাটফর্ম অনেকটা স্পেস দেয়। এটি একেবারে তারকাখচিত প্ল্যাটফর্ম নয়। মাত্র চার থেকে পাঁচটি চরিত্রে একটি ওয়েব সিরিজ সীমাবদ্ধ নয়। আপনার দক্ষতা প্রদর্শন করার স্পেস অনেক বেশি।”
‘এ সিম্পল মার্ডার’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শচীন পাঠক। অভিনয় করেছেন মহম্মদ জীশান আয়ুব, প্রিয়া আনন্দ, অমিত সিয়াল এবং সুশান্ত সিং।