‘ধুরন্ধর’ ছবিতে কাঁচি চালাল কেন্দ্র, কী কড়া নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক?

২০২৬-এর শুরুতেও ‘ধুরন্ধর’-এর জয়যাত্রা অব্যাহত। তবে নতুন বছরে প্রেক্ষাগৃহে দর্শকরা এই অ্যাকশন ড্রামার যে সংস্করণটি দেখবেন, তা হবে কিছুটা মার্জিত এবং পরিবর্তিত। বিতর্ক এড়িয়ে ছবিটির ব্যবসা আরও কত দূর এগোয়, এখন সেটাই দেখার।

‘ধুরন্ধর’ ছবিতে কাঁচি চালাল কেন্দ্র, কী কড়া নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক?

|

Jan 01, 2026 | 3:43 PM

২০২৫ সালের ব্লকবাস্টার ছবি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর প্রদর্শন নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry)। মন্ত্রকের নির্দেশে ছবির বেশ কিছু সংলাপ এবং শব্দে পরিবর্তন আনা হয়েছে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৬ থেকেই দেশজুড়ে ছবিটির এই সংশোধিত সংস্করণ প্রদর্শিত হবে।

১১২৮ কোটির আয়ের পরেই বড় রদবদল

মুক্তির মাত্র ২৭ দিনেই বিশ্বজুড়ে ১১২৮ কোটি টাকা আয় করে বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর’। সাফল্যের এই মধ্যগগনেই মন্ত্রকের পক্ষ থেকে নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে ছবির কিছু অংশ ‘মিউট’ বা শব্দহীন করতে এবং একটি সংলাপ পরিবর্তন করতে। জানা গিয়েছে, বাদ পড়া শব্দগুলোর মধ্যে অন্যতম হলো ‘বালুচ’ (Baloch)।

প্রেক্ষাগৃহে নতুন ডিজিটাল কপি (DCP)

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ৩১ ডিসেম্বর গভীর রাতে দেশের সমস্ত সিনেমা হল মালিকদের এই পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয়েছে। ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে পাঠানো ই-মেলে জানানো হয়েছে যে, ছবির পুরনো ডিসিপি (Digital Cinema Package) বদলে নতুন কপি পাঠানো হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আপত্তির কারণেই এই দ্রুত পদক্ষেপ।

কেন এই কাঁচি?

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ছবির একটি বিশেষ অংশে ‘বালুচ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে আপত্তি তুলেছে মন্ত্রক। এছাড়া আরও একটি শব্দ মিউট করা হয়েছে এবং একটি পুরো সংলাপ সংশোধন করা হয়েছে। তবে সেই সংলাপটি ঠিক কী বা অন্য শব্দটি কী ছিল, তা এখনও গোপনেই রাখা হয়েছে।

২০২৬-এর শুরুতেও ‘ধুরন্ধর’-এর জয়যাত্রা অব্যাহত। তবে নতুন বছরে প্রেক্ষাগৃহে দর্শকরা এই অ্যাকশন ড্রামার যে সংস্করণটি দেখবেন, তা হবে কিছুটা মার্জিত এবং পরিবর্তিত। বিতর্ক এড়িয়ে ছবিটির ব্যবসা আরও কত দূর এগোয়, এখন সেটাই দেখার।