
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকে চেনেন? হঠাৎ করেই তাঁকে নিয়ে হচ্ছে জোর সমালোচনা। রিউমারড প্রেমিকার সঙ্গে ডেটে গিয়ে তাঁর সঙ্গে যা ব্যবহার করলেন ইব্রাহিম, তা পছন্দ হল না অনেকেরই। কী এমন করেছেন ইব্রাহিম যে তাঁকে নিয়ে হচ্ছে এত আলোচনা? বিগত বেশ কিছু সময় ধরেই বলিপাড়ায় গুঞ্জন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। শনিবার রাতে একান্ত সময় কাটানোর জন্য তাঁরা গিয়েছিলেন খেতে। সেখানে হাজির হয়ে যায় পাপারাৎজি। কার্যতই অপ্রস্তুতে পড়ে যান ওঁরা। এত অবধি ঠিকই ছিল, তবে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, পলকের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে গাড়িতে ঢুকিয়ে দিচ্ছেন ইব্রাহিম। যা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন সাধারণের একটা বড় অংশ। একজন লেখেন, “ছিঃ ছিঃ ছিঃ, এমনভাবে গাড়িতে তুলছেন, যেন মনে হচ্ছে প্রেমিকা নয়, নোংরা বস্তা।” আর একজন লিখেছেন, “হাত ধরে টানছেন কেন ওভাবে? এত জোরে টানলে ব্যথা লাগবে তো।”
যদিও খুব কম সংখ্যক হলেও কেউ কেউ দাঁড়িয়েছেন ইব্রাহিমের পক্ষেও। তাঁদের পাল্টা যুক্তি, “অত ভিড় ছিল, তাই ভিড় থেকে বাঁচতেই ওভাবে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম। মোটেও ব্যথা দিতে চাননি।” নিজেদের প্রেমের কথা এযাবৎ স্বীকার করেননি পলক ও ইব্রাহিম। বারেবারেই এড়িয়ে গিয়েছেন দু’জনেই। তবে তাঁরা যে সম্পর্ক রয়েছেন বিভিন্ন সূত্র জানাচ্ছে এমনটাই। পাশাপাশি এও জানাচ্ছে এই সময়ে মোটেও নিজেদের সম্পর্ককে সামনে আনতে চান না তাঁরা। চান না কাজের থেকে বেশি তাঁদের সম্পর্ক নিয়ে কথা হোক। ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন পলক। ইব্রাহিমেরও বেশি দেরি নেই।