সদ্য ভয়ানক ঝড় বয়ে গেল সইফ আলি খানের ওপর দিয়ে। গোটা দেশ চমকে গিয়েছিল এই ঘটনা শুনে। সইফের বাড়ি ঢুকে মধ্য রাতে হামলা চালায় আততায়ী। ফলে গোটা পরিবার বর্তমানে ট্রোমার মধ্যে। যদিও ইতিমধ্যেই তদন্ত অনেকটাই এগিয়ে ফেলেছে মুম্বই পুলিশ। একদিকে হাসপাতালে নজর সকলের। কেমন আছেন সইফ? অন্যদিকে পরিবারকে সামলানো। সেদিক থেখে দেখতে গেলে সবটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন তাঁর বড় পুত্র ইব্রাহিম। খবর পাওয়া মাত্রই সারা-ইব্রাহিম ছুটে এসেছিলেন হাসপাতালে। তবে বাবার এই পরিস্থিতিতে আর অন্য কোনও দিকে নজর দিতে চান না ইব্রাহিম। সেই কারণেই এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
সইফ আলি খানের ওপর আক্রমণ হওয়ার আগেই ইব্রাহিম তাঁর কেরিয়ারের বড় পদক্ষেপ নিয়েছিলেন। ঠাকুরদা নয়, মা-বাবার পেশাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন ইব্রাহিম। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সেই খবর। অভিনয়ে ডেবিউ করছেন তিনি। কুণাল দেশমুখ পরিচালিত দীনেশ ভিজান প্রযোজিত ‘দিলার’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই কাজ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই সইফ আলি খানের ওপর আক্রমণ হয়। মুহূর্তে সব কাজ ফেলে সে বাবা ও পরিবারের পাশে এসে দাঁড়ায়।
সেই কারণেই বন্ধ রাখতে হয় শুট। প্রাথমিকভাবে শোনা যায় ২দিন মতো কাজ বন্ধ ছিল তাঁর। যদিও সইফ আলি খান একটু ঠিক হতেই নাকি কাজে ফেরার কথা তাঁর। তবে ইতিমধ্যেই ইব্রাহিম শুটে ফিরেছেন কি না, সেই বিষয় নিশ্চিত খবর মেলেনি।