‘আমার অনেক টাকা, ভেরি বড়লোক’, কাকে এভাবে ঠুকলেন ইমন?

Feb 04, 2024 | 10:07 PM

Iman Chakraborty: সম্প্রতি ইমনের এক ছবিকে কেন্দ্র করে আলোচনা হয়। যে ছবিতে দেখা যায়, বয়সে বড় এক মেকআপ শিল্পীর সামনে পা রেখেছেন তিনি। তাই নিয়েই শুরু হয় আলোচনা।

আমার অনেক টাকা, ভেরি বড়লোক, কাকে এভাবে ঠুকলেন ইমন?
ইমন চক্রবর্তী।

Follow Us

ইমন চক্রবর্তী– জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা তিনি। এবার কড়া ভাষায় জবাব দিলেন ইমন।লাগাতার ট্রোলিংয়ে ছেড়ে কথা বললেন না গায়িকা। সম্প্রতি ইমনের এক ছবিকে কেন্দ্র করে আলোচনা হয়। যে ছবিতে দেখা যায়, বয়সে বড় এক মেকআপ শিল্পীর সামনে পা রেখেছেন তিনি। তাই নিয়েই শুরু হয় আলোচনা। একজন তাঁকে লেখেন, “পা-টা সরিয়ে বসুন। বয়স্ক মানুষটার সামনে পা-টা রেখে বসে আছেন, কী যে ভাবেন! মেকআপ তো করবেন মুখে, তাতে ওই ভাবে ওর দিকে পা রেখে বসার কী হল?”

এই ট্রোলিংয়েরই জবাব দিয়েছেন ইমন। তাঁর পাল্টা উত্তর, “কারণ আমার অনেকটা। ভাবছি তাই পায়েও মেকআপ করাব। আই অ্যাম ভেরি বড়লোক।” আর একজন লেখেন, “ইমনদিদির অবস্থা অতলে গিয়ে ঠেকেছে।” তা শুনে ইমনের সোজাসাপটা জবাব, “আমার তো তলই খুঁজে পাওয়া যাবে না, আমি আসলে গভীর জলের মাছ।”

তারকাদের কেন্দ্র করে ট্রোলিং কোনও নতুন ঘটনা নয়। অতীতেও ট্রোলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। এবারেও তাই করলেন। স্বামী নীলাঞ্জনের সঙ্গে ইমন চক্রবর্তীর সুখের সংসার। কিছু দিন আগেই তিন বছরের বিবাহবার্ষিকী পালন করলেন তাঁরা। সেই উপলক্ষে দু’জনে উড়ে গিয়েছেন কেরলে। চুটিয়ে উপভোগ করেছেন তাঁদের সুহানা সফর।

 

Next Article