আর মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল অর্থাৎ ২২ জানুয়ারি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অযোধ্যায় ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে রামলালার। সেলেব থেকে সাধারণ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। ‘মাহেন্দ্রক্ষণ’-এর যে আর বেশি বাকি নেই। । তবে বেশ কয়েক বছর সময় লেগেছে এই মন্দির নির্মাণে। খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। রামমন্দির তৈরিতে সরকার তো বটেই আর্থিক অনুদান নিয়ে এসেছিলেন সাধারণ মানুষও। অক্ষয় কুমার থেকে অনুপম খের– শেয়ার করেছেন সাধ্যমতো। কোন তারকা দিয়েছিলেন কত? দেখে নেওয়া যাক।
অক্ষয় কুমার
গত ১৭ জানুয়ারি অক্ষয় কুমার সকলকে অনুরোধ করেছিলেন রামমন্দিরের জন্য অনুদান করতে। জানিয়েছিলেন তিনি নিজেও করেছেন। কিন্তু টাকার পরিমাণ তিনি জানাননি। তবে শোনা যায় কোটিতে দান করেছেন অক্ষয়।
অনুপম খের
রামমন্দিরের ইটের জন্য পয়সা দিয়েছেন তিনি। জানিয়েছিলেন এক ভিডিয়ো করে। সেই ইট কিন্তু যে সে ইট নয়। প্রতিটি ইটের উপর ‘রাম’ লেখা।
প্রণিতা সুভাষ
কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ছবির পরিচিত মুখ প্রণিতা সুভাষও দান করেছেন রামমন্দির নির্মাণে। তিনি দিয়েছেন ১ লক্ষ টাকা।
গৌতম গম্ভীর
বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দিয়েছিলেন এক কোটি টাকা
মুকেশ খান্না
‘শক্তিমান’ও পিছিয়ে নেই। তিনি দিয়েছেন এক লক্ষ ১১ হাজার টাকা। সেই ছবি টুইটও করেছিলেন তিনি।
পবন কল্যাণ
শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেতা পবন কল্যাণও রাম মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছেন! পবন দিয়েছেন প্রায় ৩০ লক্ষ টাকা।
হেমা মালিনী
তিনি যে অর্থসাহায্য করেছেন তা নিজেই জানিয়েছিলেন হেমা মালিনী। যদিও অর্থের পরিমাণ সকলের সামনে আসুক, তা তিনি চাননি।