ভয়াবহ গাড়ি দুঘর্টনার কবলে পবনদীপ রাজন! কেমন আছেন ‘ইন্ডিয়ান আউডল ১২’ খ্যাত গায়ক?

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার।

ভয়াবহ গাড়ি দুঘর্টনার কবলে পবনদীপ রাজন! কেমন আছেন ইন্ডিয়ান আউডল ১২ খ্যাত গায়ক?

|

May 06, 2025 | 3:43 PM

সোমবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন পবনদীপ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। জানা গিয়েছে, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন গায়ক।

উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ। গায়ক পবনদীপের দুর্ঘটনার ভিডিও দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তাঁর অনুরাগীরা।