বচ্চন পরিবারের বর্ষ শেষের পার্টিতে কী কী হল?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 01, 2021 | 10:12 AM

অমিতাভ ছাড়াও জয়া, ঐশ্বর্যা এবং আরাধ্যার মাথায় ছিল হ্যাপি নিউ ইয়ার লেখা টুপি। পছন্দের মেনু ছিল ডিনারে।

বচ্চন পরিবারের বর্ষ শেষের পার্টিতে কী কী হল?
পার্টিতে অমিতাভ, আরাধ্যা এবং ঐশ্বর্যা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

২০২১ (happy new year 2021) যেন মুক্তির বছর। ২০২০-র সব খারাপ লাগাকে দূরে সরিয়ে রেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সকলে। গতকাল মধ্যরাত থেকেই সেলিব্রেশন শুরু হয়েছিল। মুম্বইতে বচ্চনদের বাংলোর অভ্যন্তরেও ছবিটা ছিল একই।

করোনা আতঙ্কের জন্য বাড়ির বাইরে পার্টি করার প্রশ্নই ওঠে না। অমিতাভ (Amitabh Bachchan), অভিষেক, ঐশ্বর্যা (Aishwarya Rai Bachchan), আরাধ্যা সহ বচ্চন পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে সব রকম সুরক্ষা মেনে বাড়িতে আনন্দ করলেন তাঁরা। হ্যাপি নিউ ইয়ার লেখা টুপি, রঙিন চশমা পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। ভালবাসা এবং শান্তির বার্তা দিয়েছিলেন অভিনেতা।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর বছর শেষের পার্টিতে নজর কাড়ল কে?

পরে পারিবারিক সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন বচ্চন-বধূ। অমিতাভ ছাড়াও জয়া, ঐশ্বর্যা এবং আরাধ্যার মাথায় ছিল হ্যাপি নিউ ইয়ার লেখা টুপি। পছন্দের মেনু ছিল ডিনারে। কিন্তু পরিবার ছাড়া অন্য কাউকে হাউজ পার্টিতে থাকার অনুমতি দেননি বচ্চনরা। করোনা আতঙ্কের কারণেই এমন ব্যবস্থা বলে তাঁরা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

তবে আলিয়া ভাট, রণবীর কপূর, রণবীর সিং, দীপিকী পাড়ুকোনের মতো বলিউডের বহু তারকা বর্ষবরণের পার্টি করেছেন শহরের বাইরে। দুই রণবীরই রণথম্বোর বেড়াতে গিয়েছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে, ঈশান খট্টর, টাইগার শ্রফ, দিশা পাটানির মতো তারকা মলদ্বীপে বর্ষবরণ করলেন।

Next Article