রাজ-শিল্পার নতুন ঝাঁ-চকচকে রেস্তরাঁ, দেখলে অবাক হবেন!
ভল্টেড সিলিং, অসাধারণ আলোকসজ্জা আর অত্যাধুনিক ফার্ণিচারে মোড়া রেস্তরাঁ।
সাদা, বেজ রঙের কম্বিনেশন। ভল্টেড সিলিং, অসাধারণ আলোকসজ্জা আর অত্যাধুনিক ফার্ণিচারে মোড়া রেস্তরাঁ। মুম্বইয়ের ওরলিতে এই ঝাঁ চকচকে রেস্তরাঁ শুরু করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। রেস্তরাঁর নাম ‘ব্যাস্টিয়ান’।
করোনা, লকডাউনের প্রভাব কাটিয়ে পুরোনো ছন্দে ফেরার চেষ্টায় সবাই। আর এই অতিমারীর প্রভাবকে তুড়ি মেরে নতুন জার্নিশুরু করলেন তারকা দম্পতি। ইতিমধ্যে অতিথিরাও ভিড় জমাতে শুরু করেছে। কিছু দিন আগে জেনেলিয়া, রিতেশ দেশমুখের সঙ্গে একটি গ্রুপ ফটো পোস্ট করেন অভিনেত্রী। লেখেন দীর্ঘ ৯ মাস পর এই প্রথম বার বাইরে খেলাম। ভাল খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে অনেকদিন পর হৈ-হুল্লোড় করলেন জানালেন নায়িকা।
শিল্পার এই নতুন রেস্তরাঁতে খাওয়া দাওয়া করে অভিভুত রিতেশও। বলেন ‘ব্যাস্টিয়ান’ এর খাবার দারুণ, বিশেষত ভেজদের জন্য। টুইট করেন অভিনেতা মাধবনও। অভিনন্দন জানান শিল্পা ও তার স্বামী রাজকে। অভিনেতার কথায় লকডাউনের পর অবশেষে আট হাজার বর্গফুটের ব্যাস্টিয়ান সবার জন্য ওপেন৷ ভোজনরসিকদের জন্য এই রেস্তরাঁ হতে চলেছ সেরা ঠিকানা।