এই সবে বিয়ে করেছেন আমির খানের মেয়ে আইরা খান। সব কিছু ভালই সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ভয়ানক সমালোচনার মুখে আইরা। কী এমন করেছেন তিনি যে তাঁকে নিয়ে হচ্ছে এত আলোচনা? প্রি-ওয়েডিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন আইরা। পরিবারের বিভিন্ন সদস্যর সঙ্গে ফটো অ্যালব্যাম। কিন্তু সকলের চোখ আটকে গেল এই একটি ছবিতেই। আইরার মুখে সিগারেট! ছবিটি পোস্ট করতেই শুরু হয়েছে চরম তুলোধনা। নববধূকে একহাত নিয়েছেন নীতিপুলিশরা। আইরার মুখে ধরা সিগারেটটি কিন্তু জ্বলন্ত ছিল না। তাই আদপে তিনি সিগারেট পান করছিলেন কিনা, তাও স্পষ্ট নয়, কিন্তু ট্রোলিং যে থামার নয়।
প্রসঙ্গত, এর আগেও সিগারেট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আইরা। একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। পাশেই রাখা ছিল সিগারেটের বাক্স। যা দেখে অনেকেই নানা মন্তব্য করেছিলেন। এবার সিগারেট সোজা মুখে! তাই সমালোচনার ব্যপ্তিও বিশাল। আইরা যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেননি। তিনি মেতে আছেন তাঁর বিয়ে নিয়ে। কিছু দিন আগেই জিম ট্রেমার নূপুর শিখারেকে বিয়ে করেছেন তিনি। ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। মুম্বইয়ে আয়োজিত হয়েছিল রিসেপশন।
শাহরুখ খান থেকে সলমন খান সকলেই হাজির ছিলেন সেই বিয়েতে। এসেছিলেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানীও। প্রায় ২৫০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন বিয়েতে, জানা গিয়েছে এমনটাই। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরা। তিনি পেশায় একজন মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মী।