
বাবিল খান। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের পুত্র। বাবিলও অভিনেতা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজও করেছেন। প্রশংসিতও হয়েছে তাঁর অভিনয়। এমনকী, নানান ফিল্মি পার্টিতে নজরও কাড়েন তিনি। কিন্তু হঠাৎই ভেঙে পড়লেন বাবিল। নিজেকে আটকাতে না পেরে, সোশাল মিডিয়ায় আপলোড করলেন এক কান্নার ভিডিও। আর সেই ভিডিওতেই অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী ও অরিজিৎ সিংকে তুললেন কাঠগড়ায়। বাবিলের দাবি, বলিউড অত্যন্ত খারাপ জায়গা, খুবই রূঢ় এই বলিউডের লোকেরা। অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, রাঘব, অর্জুন কাপুর, অরিজিতের নাম নিয়ে বাবিল ইঙ্গিত দিলেন, বলিউড বৈষম্যে ভরা! আর কিছু মানুষের ব্যবহার অত্যন্ত খারাপ।
বাবিল এই ভিডিওতে বলেন, বলিউড সবচেয়ে ফেক একটা জায়গা। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যাঁরা বলিউডের ভাল চান। আমি অনেক কিছু বলতে চাই, অনেক কিছু সামনে আনতে চাই। বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে আমার।
সোশাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে, বাবিলের এই ভিডিও। তবে ভিডিও ছড়িয়ে পড়তেই বাবিল এটিকে ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন। তবে কেন হঠাৎ এমনটি করেছেন ইরফানপুত্র তা অবশ্য জানা যায়নি।
His PR is gonna have a hard time tomorrow
byu/Anxious_Scratch2449 inBollyBlindsNGossip