ইরফান উটের সঙ্গে কথা বলত, তারাদের সঙ্গে কথোপকথন চলত: স্ত্রী সুতপা

শেষবারের মতো দেখা যাবে তাঁকে সিলভার স্ক্রিনে। তাঁর শেষ অভিনীত ছবিতে। ‘দ্য সং অফ স্করপিওনস’।

ইরফান উটের সঙ্গে কথা বলত, তারাদের সঙ্গে কথোপকথন চলত: স্ত্রী সুতপা
ইরফান খান

|

Dec 29, 2020 | 2:51 PM

এপ্রিল মাস থেকে তিনি নেই। তবে তাঁর কাজগুলো থেকে গেছে। এখনও মন ভাল কিংবা খারাপে তিনি স্ক্রিনে আসা মানে ‘কিছু একটা নিশ্চয়ই হবে’। সরল অভিব্যক্তি, ভাঙা ভাঙা গলা আর সংলাপের বাঁধুনিতে দর্শকের চোখে আজও তিনি অসামান্য!
তিনি, প্রয়াত অভিনেতা ইরফান খান।

শেষবারের মতো দেখা যাবে তাঁকে সিলভার স্ক্রিনে। তাঁর শেষ অভিনীত ছবিতে। ‘দ্য সং অফ স্করপিওনস’।

 

আরও পড়ুন বলিউডের ৯ তারকা যাঁরা বিদায় নিলেন এ বছর: দেখুন ছবি

 

ছবির পোস্টার

 

ফেসবুকে ত স্ত্রী সুতপা, ইরফানের অভিনীত শেষ ছবির পোস্টার শেয়ার পোস্ট করেন এক আবেগঘন লেখা।
সুতপা লেখেন, “জয়সলমির এমন এক জায়গা যেখানে মরুভূমির গান, পৌরাণিক কাহিনি, গল্পরা থাকে। অনুপের (পরিচালক) ছবি ‘দ্য সং অফ স্করপিওনস’ করার সময় ইরফানের দারুণ অভিজ্ঞতা হয়েছিল। ও উটের সঙ্গ কথা বলত, তারার সঙ্গে কথোপকথন চলত, বালির স্তুপে, অন্ধকার রাতের সঙ্গে ফিসফিস করত। পরেরদিকে ও একেবারে ছবির অংশ হয়ে গেছিল, যখন ভারতে ছবি মুক্তির আগে,  নিজে সুইজারল্যান্ডে লোকার্নো ফিল্ম ফেস্টিভালে ছবিটাকে প্রেজেন্ট করল।”

 

 

সুতপা আরও লেখেন, “ছবির শুটিং এবং লোকার্নোয় আমাদের পরিবারের অগুন্তি স্মৃতি রয়েছে। আমরা ওর সব কাজ ভীষণ যত্ন করে রাখব এবং যা দেখানো হবে সেটাকেই প্রতিবার সেলিব্রেট করব। যা রিলিজ হতে চলেছে অথবা পুণরায় রিলিজ হবে, সব কিছু। আমরা ওকে একজন শিল্পী, একজন কবি হিসেবে উদযাপন করি কারণ ও দর্শকের মনে ছাপ রেখে যায়, তাই সেখানে ‘শেষ বার’ শব্দটি থাকতে পারে না!”

 

 

‘প্যানোরমা স্পটলাইট’ এবং ‘৭০ এমএম’ নিবেদিত এবং ‘কেএনএম প্রোডাকশন’ প্রযোজিত ছবি ‘দ্য সং অফ স্করপিওন’। গল্প লেখেন ছবির পরিচালক অনুপ সিং নিজে। যিনি ইরফানের দেশভাগের ছবি ‘‌কিসসা’ও‌ পরিচালনা করেছিলেন। ইরফান খান অভিনীত চরিত্রের নাম ‘আদাম’। তিনি একজন উট ব্যবসায়ী। ছবিতে রয়েছেন ওয়াহিদা রহমানও। নতুন বছরে প্রথম কয়েক মাসের মধ্যেই মুক্তি পাবে ইরফানের শেষ ছবি।