Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেগন্যান্ট ইয়ামি গৌতম! অভিনেত্রীর পোশাক থেকেই নাকি উঁকি দিচ্ছিল বেবি বাম্প…

Yami Gautam: একটি ঢিলেঢালা পোশাক পরে সম্প্রতি দেখা দিয়েছেন ইয়ামি। গোলাপি রঙের সাবেকি পোশাকে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ইয়ামি। ঢিলেঢালা পোশাকে পেটের উপর ফেলা ছিল ইয়ামির দোপাট্টা। তাঁকে দেখে নাকি মনে হচ্ছিল তিনি বেবিবাম্প লুকনোর চেষ্টা করছিলেন।

প্রেগন্যান্ট ইয়ামি গৌতম! অভিনেত্রীর পোশাক থেকেই নাকি উঁকি দিচ্ছিল বেবি বাম্প...
মা হবেন ইয়ামি?
Follow Us:
| Updated on: Jan 27, 2024 | 2:36 PM

দ্বিতীয়বার নাকি মা হবেন বলিউডের অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। স্বীকার করেননি নিজে মুখে। অনুমান করার মতো অনেক ঘটনাই ঘটেছে যদিও। কিন্তু এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অনুষ্কার স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ঠিক সে রকমই প্রেগন্যান্সির খবর লুকিয়ে রাখছেন আর এক বলিউড অভিনেত্রী এবং তাঁর পরিচালক স্বামী।

শোনা যাচ্ছে, বলিউডের সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী ইয়ামি গৌতম নাকি অন্তঃসত্ত্বা। তাঁর নাকি সন্তান জন্ম নেবে। যেভাবে তারকাদের প্রেগন্যান্ট হওয়ার খবর রটে, সেভাবেই রটেছে ইয়ামির বিষয়টাও। একটি ঢিলেঢালা পোশাক পরে সম্প্রতি দেখা দিয়েছেন ইয়ামি। গোলাপি রঙের সাবেকি পোশাকে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ইয়ামি। ঢিলেঢালা পোশাকে পেটের উপর ফেলা ছিল ইয়ামির দোপাট্টা। তাঁকে দেখে নাকি মনে হচ্ছিল তিনি বেবিবাম্প লুকনোর চেষ্টা করছিলেন।

তাঁকে দেখা মাত্রই মুম্বইয়ের পাপারাৎজ়িদের মনে হয়েছে ইয়ামি অন্তঃসত্ত্বা। তাঁদের এও মনে হয়েছে, ইয়ামির মুখে জেল্লা দ্বিগুণ। এবার সত্যি ঠিক কী, তা তো বলতে পারবেন কেবল ইয়ামি এবং তাঁর স্বামী আদিত্য ধরই।

২০২১ সালে হিমাচল প্রদেশের একটি ছোট্ট পাহাড়ি শহর মান্ডিতে কেবল পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন ইয়ামি এবং আদিত্য। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি পরিচালনা করার সময় থেকেই সেই ছবির অভিনেত্রী ইয়ামির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য। তারপরই তাঁরা বিয়ে করেন।