‘দ্যা বং গাই’ কিরণ দত্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪.৩ মিলিয়ান (৪০ লাখেরও বেশি)। সিনেমা রিভিউ থেকে শুরু করে নানা সামাজিক বিষয় নিয়ে মজার-মজার ভিডিয়ো তৈরি করেন কিরণ। তাঁর মজার-মজার ভিডিয়ো দেখে মানুষ আনন্দ পান এবং তরতর করে বাড়ে তাঁর ভিউজ়। কিন্তু এতদিন কিরণকে সকলে বাংলার ছেলে বলেই জানতেন। তাঁর যে বাংলার বাইরে একটা যোগ আছে, তা জানতেন না অনেকেই। জানিয়েছেন কিরণ নিজেই। তিনি কি সত্যি বাঙালি, সেই প্রশ্ন এবার জাগতেই পারে মনে।
সম্প্রতি কিরণ একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন ইউটিউবে। সেখানে তাঁকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাংলার এক গ্রামে। কিরণ বলছেন, “এই ত্রিপুরার গ্রামটিতেই জন্মেছিলেন আমার বাবা এবং এই গ্রামেই তিনি বড় হয়েছেন।” তারপর দেখা যায় কিরণ ঘুরে বেড়াচ্ছেন সেই গ্রামে। কিরণ পরিচয় করিয়ে দেন তাঁর পরিবারের সব সদস্যদের সঙ্গে। গ্রামটিতে রয়েছে বড়-বড় পুকুর, মাটির বাড়ি। এক সদস্য পুকুরে জাল ফেলেন মাছ ধরার জন্য। কিরণ সেই মাছ ধরা দেখেন মন দিয়ে। মাছ ধরতে সাহায্যও করেন সেই কাকাকে।
কিরণ বাঙালি দত্ত পরিবারের ছেলে। পরিবারের অনেকেই ত্রিপুরার বাসিন্দা। তাঁরা থাকেন সেই গ্রামেই। সর্বোপরি কিরণের বাবা ত্রিপুরার প্রত্যন্ত গ্রামটিতেই বেড়ে উঠেছেন। কিরণ বড় হয়েছেন এই বাংলাতেই। স্কুল-ইঞ্জিনিয়ারিং সব তিনি পড়েছেন এই বাংলাতেই। তারপর নিজের ইউটিউব চ্যানেল খুলে আজ এত জনপ্রিয় হয়েছেন।