AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ উধাও হয়েও ফিরল দীপিকার ইনস্টা পোস্ট, ছবি ‘আর্কাইভ’ করছেন অভিনেত্রী?

দীপিকা লিখেছেন, “টেক দ্যাট মাচ নিডেড ব্রেক।“

হঠাৎ উধাও হয়েও ফিরল দীপিকার ইনস্টা পোস্ট, ছবি 'আর্কাইভ' করছেন অভিনেত্রী?
কেন হঠাৎ উধাও হলেন দীপিকা?
| Updated on: Jan 03, 2021 | 8:05 PM
Share

বছরের তৃতীয় দিনে ইনস্টাগ্রামে রণথম্বোর ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন দীপিকা। খানিক্ষণ পরই তা উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর ফের দেখা গিয়েছে সেই পোস্ট। তাহলে কি নতুন বছরে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন দীপিকা? পোস্ট ডিলিটের বদলে অভিনেত্রী কি ছবি-ভিডিও-ইনস্টা স্টোরি আর্কাইভ করছেন? আপাতত এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। প্রসঙ্গত উল্লেখ্য, দীপিকার ইনস্টাগ্রামে এখন রয়েছে দুটি পোস্ট। টুইটে পোস্টের সংখ্যা মাত্র এক।

View this post on Instagram

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

আজ ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে দীপিকা লিখেছেন, “আমরা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের অনেকের থেকেই এই বাহবা পাই যে পেশাগত জীবনে এত কিছু অর্জন করার পরেও ব্যক্তিগত জীবনে আমি একটুও পাল্টাইনি। ওরা খুব সামান্যই এই ব্যাপারটা জানেন যে আমরা এতকিছু পাওয়ার ক্ষেত্রে ওদের ভূমিকা ঠিক কী। কোনও বাধা ছাড়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটানোটা আমার জন্য প্রয়োজনীয়। এটা আমার ভিত শক্ত করে। আমায় আমার শিকড়ের কাছাকাছি, মাটির কাছাকাছি রাখে। আমায় মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি এবং যেখানে পৌঁছেছি সেখানে যাওয়ার পথে কী কী হয়েছে।“ এরপরেই দীপিকা লিখেছেন, “টেক দ্যাট মাচ নিডেড ব্রেক।“

deepika padukone

এই সেই বার্তা

কিন্তু আচমকা কেন এমন উধাও হলেন অভিনেত্রী?

কথায় বলে তারকাদের জীবনে ক্যামেরার নজর রয়েছে সর্বক্ষণ। পাপারাৎজির চোখ এড়িয়ে নিজের জীবন নিজের মতো করে যাপন করা অনেক সময়েই হয়ে ওঠে না সেলিব্রিটিদের। ব্যক্তিগত মুহূর্তেও ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। নিমেষে লেন্সবন্দি হয়ে যায় তারকাদের ব্যক্তিগত জীবন। অনেক সময়েই বিভিন্ন সাক্ষাৎকারে বহু সেলেবকে এও বলতে শোনা গিয়েছে যে গোটা ব্যাপারটায় তাঁরা ক্লান্ত। অনুমান দীপিকাও তাঁদের দলেরই একজন। আর তাই নিভৃতে একান্তে নিজের কাছের মানুষদের জন্য সময় কাটাতেই বোধহয় সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট সরিয়ে দিয়েছেন দীপিকা। তবে অনুমান, সেসব ডিলিট না করে বোধহয় আর্কাইভ করছেন অভিনেত্রী।