পায়েল সরকার নাকি বিয়ে করছেন? দিন কয়েক ধরেই রটেছে এই খবর। এও শোনা যাচ্ছে এ দেশ নয় বরং বিদেশেই থিতু হওয়ার চেষ্টায় মরিয়া তিনি। টলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে এনআরআই পাত্র ধরে সেখানেই থিতু হতে চাইছেন তিনি। ছাড়তে চাইছেন অভিনয়ও! এ নিয়ে যখন একের পর এক ‘ খবর’ তখন টিভিনাইন বাংলা যোগাযোগ করে পায়েলের সঙ্গে।
পায়েলের কথায়, “আমি বিয়ে করব না এমনটা কোনওদিন বলিনি। তবে বিদেশে আমি বর খুঁজতে চাইনি। এক ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। ওখানে আমার বেশ কিছু বন্ধু থাকে। ওরা বলল, এসেছিস যখন তখন কয়দিন থেকে যা। আমি সেটাই করেছি শুধু। ” এখানেই না থেমে পায়েল আরও বলেন, “আর তা ছাড়া অভিনয় ছাড়তেই বা যাব কেন? আমার অনেক ধরনের কাজ করা বাকি আছে। অভিনয় ছাড়ার প্রশ্ন তো আসে না।”
গত ২০২১-এ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন পায়েল। যদিও তিনি জিততে পারেননি। এরপর থেকে রাজনীতির ময়দানে খুব একটা দেখা যায়নি পায়েলকে। বরং নিজের কেরিয়ার ও কাজের দিকেই বেশি ফোকাসড হয়েছেন পায়েল। যদিও বাংলা ছবির অবস্থা এই মুহূর্তে খুব একটা অনুকুল নয়। তাই আগামী দিনে পায়েল কী সিদ্ধান্ত নেন সে দিকেই নজর সকলের।